Friday, September 12, 2025

বেকারের আশ্রয়

 বেকারের আশ্রয়

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
----------------------------------------------------------------------

রাওনাট গ্রামের মেঠোপথে ভোরের শিশির ঝরে,
১৯৫২ সালের ২০ মার্চ আলো ঝলমল করে।
ধানক্ষেতে বাতাস বয়ে গায় সোনার গান,
জন্ম নিলেন হাবিবুর রহমান আকন্দ, জনতার প্রাণ।

পিতা মমতাজ উদ্দিন আকন্দ, মাতা আলকন নেছা,
গরিব-দুঃখীর হৃদি ভরা আশার বেদি রচনা করলেন খাঁটি দেশা।
পাখির কলতানে বেড়ে উঠলেন সবুজ গ্রামীণ কোলে,
সততার আলোয় ভরিয়ে দিলেন জনতার ভাঙা হৃদি, খোলা দিগন্ততলে।

ভাকোয়াদী বিদ্যালয়ে পড়াশোনার পথে,
১৯৬৮ সালে এসএসসি জয় হলো গৌরবের রথে।
জামালপুর কলেজে পড়লেন দীপ্ত প্রাণে,
১৯৭৩-এ এইচএসসি পাস করলেন সম্মানের টানে।

১৯৭১-এ সংগ্রামের ডাক, মুক্তির দাবির গান,
ছাত্র সংগ্রাম পরিষদের সম্পাদক তিনি, অদম্য-অভিমান।
১৯৭৩-এ আওয়ামী লীগে যোগ দিলেন নির্ভীক হাতে,
দেশ ও শ্রমিকের পাশে দাঁড়ালেন আলোর রাতে।

বাংলাদেশ রেলওয়ে হলো তাঁর কর্মভূমি,
শ্রমিকের পাশে দাঁড়িয়ে দিলেন ন্যায়ের প্রতিশ্রুতি।
রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদে,
দিন রাত ছুটেছেন তিনি শ্রমিকের কল্যাণ রোদে।

দশ দফা দাবিতে রেলওয়ে কাঁপলো তার কণ্ঠস্বর,
শ্রমিক-জনতার অধিকার নিয়ে বাজালেন নতুন ঘন্টার।
ঢাকা মহানগর শ্রমিক লীগের সভাপতি তিনি,
জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি, সম্মানে ভরি।

২০১২ সালে রেল চাকুরিতে টানলেন অবসরের রেখা,
তবু শ্রমিকের দুঃখে পাশে, আঁধারে দিলেন দেখা।
দুই ছেলে এক মেয়ের জনক, সংসার আলোয় ভরা,
তবু শ্রমিক-জনতার জন্য প্রাণ দিলেন তিনি ধরা।

আজও লোকমুখে বাজে তাঁর সংগ্রামের গান,
বেকারের আশ্রয়, শ্রমিকের প্রেরণা, সবার মহান।
রাওনাট গ্রামের কৃতি সন্তান, আলোয় আছেন অম্লান,
সাম্যের মূর্তপ্রতিক তিনি—জনতার চিরন্তন প্রাণ।


No comments:

Post a Comment