Wednesday, September 10, 2025

বিশ্বস্ত কোষাধক্ষ

 বিশ্বস্ত কোষাধক্ষ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা,
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
রাওনাটে জন্মেছে আলোর দীপ জ্বলে,
আনোয়ার হোসেন পাঠানের সততার ঢলে।

সৎ নির্ভীক প্রাণ, কোরআনের আলোয় বাঁধা,
আমানত রাখেন তিনি, খিয়ানতের নয় ছায়া।

আর্থিক লেনদেনে সকলের কাছে গ্রহণার,
সততার পথে হাঁটেন, অসঙ্গের নয় প্রণয়র।

যে পথে রাখি আমি আমার বিশ্বাসের বীজর,
তার হৃদয়ে ফুটে শুধু ঈমানের শীতল তীজর।

ইসলামের আলোয় মর্যাদা থাকে অটলর,
বিশ্বস্ত কোষাধক্ষ, রাওনাটের গর্বিত বল্লভর।

যেখানে থাকেন তিনি, সৎ ও ন্যায় প্রতিষ্ঠার,
কোরআনের শিক্ষা যেন তার পথে চিরন্তন গীতর।

সকলের কাছে তিনি দৃষ্টান্ত, প্রমাণ সততারর,
রাওনাটে প্রতিদিন জ্বলে তার বিশ্বস্ততারর।
--------------------------------------------

No comments:

Post a Comment