Thursday, September 11, 2025

চিকিৎসার জ্যোতি

 চিকিৎসার জ্যোতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*******************************
কাপাসিয়ার মাটিতে জন্ম নিল জ্যোতির দীপতারা,
ডাঃ আব্দুল কাদের, মানবতার আলোর অমল ছড়া।
টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামে শিশুকালের খেলা,
ছয় পুত্র, তিন কন্যার মাঝে তিনি দ্বিতীয় পোলা।

প্রাথমিক শিক্ষা জয়দেবপুরের স্কুলে আলোর পাথ খোঁজা,
রানী বিলাসমনি বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে সাফল্য তোড়া।
ভাওয়াল বদরে আলম কলেজে মানবিক স্বপ্ন বোনা,
ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসার জ্যোতি দেখা।

২০ তম ব্যাচে এমবিবিএস অর্জন, কৃতিত্বের দ্যুতি,
১১তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মজীবন শুরু করল উজ্জ্বল যুতি।
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব নিলেন,


ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নিখুঁত সেবা দিলেন।

অ্যানেসথেসিওলজি বিভাগীয় প্রধান হয়ে ছড়িয়ে আলো,
শিক্ষক-ছাত্রদের মাঝে আদর্শ আর ভালোবাসার জ্যোতি ছলো।
পিতা মরহুম আছমত আলী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,
পরিবারে ৯ ভাইবোন, চারজন বিসিএস কর্মকর্তা চিরকাল গৌরবের নক্ষত্র।

তিন চাচা গেজেটেড মুক্তিযোদ্ধা, আদর্শের দীপ জ্বালালেন,
ডাঃ আব্দুল কাদেরও ছাত্রলীগের নেতৃত্বে রাজনীতির পথ চালালেন।
গাজীপুর জেলা স্বাচিপের সহ-সভাপতি, শিক্ষক এসোসিয়েশনের নেতা,

রাষ্ট্রপতির আদেশে অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক পদে হলেন তিনি সেই নেতা।
১৭ জানুয়ারি ২০২১, কলেজে নতুন আলোর দ্যুতি ছড়াল,
শিক্ষক-ছাত্রদের হৃদয়ে আনন্দের সুর বাজাল।
ডাঃ আব্দুল কাদের বলেন, “সকলের সহযোগিতা পেলে মানবসেবা বাঁচবে,”
ইনশাআল্লাহ, দেশের স্বাস্থ্যযাত্রায় চিকিৎসার জ্যোতি উজ্জ্বল রাখবে।

চিকিৎসার জ্যোতি জ্বলে শহীদ কলেজের প্রাঙ্গণে,
মানবতার কল্যাণে উজ্জ্বল থাকবে তার নেতৃত্বের দ্যুতি প্রাঙ্গণে।
পাখির মতো উড়ে যায় তার সেবা, নদীর মতো বয়ে যায় মানবতার ছন্দ,
সূর্যের কিরণে আলোকিত হবে প্রতিটি কোণা, ছড়িয়ে দেবেন জীবনের বন্দ।

বাতাসে হেসে উঠবে শিক্ষার সুবাস, বৃষ্টির ঝলকে ফুটবে মমতা,
প্রকৃতির প্রতিটি রূপে জ্বলবে তার সেবার সোনালি দ্যুতি সততা।
ছাত্র-শিক্ষক সকলের মননেও জ্বলে উজ্জ্বলতার আলো,
ডাঃ আব্দুল কাদেরের নেতৃত্বে স্বাস্থ্যসেবার প্রতিটি কাজ হবে গগনচুম্বী ফলো।
------------------------------------------


১১-০৯-২০২৫

No comments:

Post a Comment