আলোকবর্তিকা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
রাওনাট গ্রামের মেঠোপথে ভোরের শিশির ঝরে,
শস্যখেত-ঘাটে বাজে স্বাধীনতার ঢেউ, ঝরে ঝরে।
পূর্ব পাড়ার সম্ভ্রান্ত মুসলিম ঘরে জন্ম নিলেন,
জনাব জালাল উদ্দিন আহম্মেদ–বীর মুক্তির অদম্য ছায়া বহন।
লাল-সবুজের প্রহরী, সোনার বাংলার প্রাণবন্ত সুর,
বঙ্গবন্ধুর আদর্শে অটল, দেশপ্রেমে উজ্জ্বল অনুপ্রেরণা পুর।
বিএ, বিএড পাশ করে সমাজসেবায় নিজেকে নিবেদন,
জাতিকে আলোকিত করার স্বপ্নে জীবন উৎসর্গ করলেন নিরবেদন।
পশ্চিম পাড়ার বামুনিয়া, লাল টেকের মাঠে চেয়েছিলেন,
‘৭১-এ রাওনাট আদর্শ উচ্চবিদ্যা নিকেতন গড়ার স্বপ্ন বুনেছিলেন।
প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হ’তে,
লোভ-লালসা ত্যাগ করে বিন্যস্ত করলেন শিক্ষার দীপ্য।
দড়িমেরুন বালিকা বিদ্যালয়ও স্থাপন করলেন,
প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হয়ে পথ দেখালেন সকলকে।
বয়সে দুর্বল হলেও, মন অটল, ছুটে চলেন শিক্ষার মশালে,
আজও নানা শিক্ষা প্রতিষ্ঠানে উৎসর্গ করছেন জীবন বাকি পরমালে।
এক জীবন আলোকিত, সংগ্রামের দীপ্য জ্বলে,
তিনি শিক্ষার আলোকবর্তিকা, সোনার বাংলার গর্ব একমাত্র।
শিশুর চোখে জাগান জ্ঞানের দীপ, গ্রামে ছড়িয়ে দেন সাহসের ধারা,
তার নিঃস্বার্থ জীবন হয়ে উঠেছে আমাদের অহংকারের নিদীপ।
শিশুর হাসিতে খুঁজে নেন নতুন আলোর ছোঁয়া,
গ্রামের পথে পথে ছড়িয়ে দেন জ্ঞান ও সাহসের ধারা।
নিস্বার্থ উদারতা, সংগ্রামের অনন্ত প্রেরণা,
তার নাম উচ্চারিত হোক দেশের প্রতিটি কোলাহলে, প্রভা।
--------------------------------------------------------------
শিশুর হাসিতে খুঁজে নেন নতুন আলোর ছোঁয়া,
গ্রামের পথে পথে ছড়িয়ে দেন জ্ঞান ও সাহসের ধারা।
নিস্বার্থ উদারতা, সংগ্রামের অনন্ত প্রেরণা,
তার নাম উচ্চারিত হোক দেশের প্রতিটি কোলাহলে, প্রভা।
--------------------------------------------------------------
No comments:
Post a Comment