শিক্ষার দ্যুতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
ওহে শুনো এ প্রজন্ম, আলো ঝরেছে রাওনাটে,
আব্দুল হাই সরকারের দ্যুতি জ্বলে জ্যোতির্ময় দিনে।
প্রজ্ঞা তাঁর ভাষার ধারা, মধুর বর্ণনায় ভরা,
শিক্ষকের শিক্ষক, সকলের প্রিয়, হৃদয়ে অমল ধারা।
প্রধান শিক্ষক, প্রেরণার দিগন্ত, দৃষ্টির আলো,
বরণীয় ব্যক্তিত্ব, মৃত্যু নিবারণশীল আলো।
শ্রদ্ধার ধারা, শিক্ষার স্রোতে ভাসে হৃদয়,
পাঠের নদীতে ঝরে জ্ঞান, প্রকৃতির মত অমলতায়।
ছায়ার মতো কোমল, বর্ষার জলছটা যেমন,
প্রকৃতির অলঙ্কারে সেজে, জ্ঞান ছড়ায় সে যেন।
পাহাড়ের মজবুত পাথরের মতো দৃঢ় তাঁর শিক্ষা,
বাতাসের ছোঁয়া, পাখির গান, মনে বাজে অন্তঃকণা।
রোদ ঝরে শ্যামল মাঠে, শিশুরা হাসে তাঁর তরে,
বৃক্ষের ছায়ায় শিখে জীবন, বয়ে চলে জ্ঞানধারা সবরে।
ঝড়ের দাপটেও অমল, বাতাসে ভেসে যায় জ্যোতি,
তার শিষ্যরা গড়ে তোলে দেশ, করে আলোড়ন সকলে।
আজ অসুস্থ, কিন্তু দ্যুতি অম্লান, অমর সেই দীপ্তি,
শিশিরের মতো নরম, সূর্যের মতো উজ্জ্বল সত্যি।
রাওনাটের মাটি স্মরণ রাখে, জ্ঞানের জ্যোতি অম্লান,
প্রজন্মের মনে জ্বলছে, শিক্ষার অনন্ত দীপক প্রাণ।
প্রতিটি পাঠে মিলেছে প্রেম, প্রকৃতির অনুরণনে,
ঝরনা যেমন গান গায়, তাই ছড়ায় জ্ঞানধারার ধ্বনি।
মাটি, আকাশ, বাতাস, সবই শিখেছে তাঁর ছায়া,
অমর তাঁর দ্যুতি, রাওনাটের হৃদয়ে জ্বলেছে কায়া।
-------------------------------------------------------------------------
No comments:
Post a Comment