Tuesday, September 9, 2025

তবুও স্বপ্ন মরে নাই

 তবুও স্বপ্ন মরে নাই

কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------------------
শৈশবে ছিলাম দুরন্ত পাখি, আকাশ জুড়ে উড়াল,
স্বপ্ন ছিল সোনার স্রোতে, হৃদয় ভরা কল্পনাজাল।
হঠাৎ এলো ঝড় একদিন, ছিন্ন হলো সব গান,
পিতৃছায়া মুছে গিয়ে বুক হলো নির্জন ধ্বংসস্তান।

স্তব্ধ হলো মুখের ভাষা, চেয়ে রইলাম নিরাশায়,
চাতক পাখির তৃষ্ণার মতো তাকালাম শুধু আকাশায়।
ধূ ধূ বালুচরে দাঁড়িয়ে ছিলাম নিঃসহায় প্রাণ,
সোনালী রঙ মুছে গিয়ে ছড়িয়ে পড়ল ধূসর সন্ধান।

তবুও আঁধারের ভিতর থেকেও জেগে উঠল আলো,
দু’চোখ ভরা ব্যথা নিয়ে গাই আশার ভালোবাসার পালো।
কণ্ঠ কাঁপে নদীর স্রোতে, তবু গান থামে না আর,
নতুন করে বাঁচতে চাই, খুলতে চাই সম্ভাবনার দ্বার।

ছয়টি বছর বেকার বসে, তবুও স্বপ্ন মরে নাই,
প্রভুর করুণায় আবারও গর্জে ওঠার দিন আসবেই চাই।
বিষাদ হলো মেঘের মতো, ঢেকে রাখে রবি,
তবু ভোরের আলো ফোটে, জাগায় আশা নবজীবী।

হে প্রভু! আঁধার ভেদ করে দাও আমায় আলো,
স্বপ্নগুলো সোনালী হোক, ছুঁই পৃথিবীর ভালো।
বিষাদ আর আলোর স্রোতে আমি গাইবো গান,
জীবন হবে দীপ্তিময়, জ্বলে উঠবে হৃদয় প্রাণ।

--------------------------------------------------------

No comments:

Post a Comment