Monday, September 8, 2025

সাদিক আহসানের অমর কীর্তি

 সাদিক আহসানের অমর কীর্তি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*****************************************
ওহে তরঁগাও, শোনো, বজ্রপাতে ভাঙল রাতের নিঝুম ঘুম,
সাদিক আহসান চলে গেলেন, হৃদয় থামে, আলো ঝরে ঝুম।
ঢাকার ক্রিস্টাল গার্ডেনে, যুবকের প্রাণে আগুন জ্বলে,
হাজারো কণিকা, কর্মের তেজে বিশ্ব আলোকিত চলে।

ক্রিস্টাল ক্রাউন হোটেলের পথ ধরে সৃষ্টি হয়েছে সপন,
সদ্যসজীব উদ্যোক্তার ছোঁয়ায় বয়ে যায় অভিলাষের তরণ।
সোনার গাঁওয়ের প্রাঙ্গণে দমে না হারানো দায়িত্বের ছাপ,
তরুণদের চোখে জ্বলে, শিল্প-সেবার অসীম জ্যোতি ভাপ।

ড্রিম স্কোয়ার রিসোর্টে, গত বছরের অক্টোবরে,
জেনারেল ম্যানেজার হয়ে নতুন অধ্যায়ের প্রদীপ জ্বলে।
ঝারবাতির কাচের মসজিদ, গ্রামের হৃদয় স্পর্শ করে,
প্রকৃতি হাসে, মানুষের চোখে সোনালী আলো ভরে।

হোটেল ও রিসোর্টের কনসালট্যান্ট, দক্ষতার অমোঘ নায়ক,
আন্তর্জাতিক স্বপ্নে, কাপাসিয়ার স্বর্গ পথিকপ্রদক্ষিণায় রাখে।
হাজারো মানুষের উপকারে সীমারেখা নেই,
প্রকৃতির বাতাসে বয়ে যায় তাঁর দানশীল ঢেউ।

চোখের সামনে দিগন্তে, স্বপ্নের আগুন মিশে যায়,
উদ্যোক্তার পদচারণায় নগর-গ্রামের প্রাণ জ্বলে যায়।
মাটির গন্ধে, ঝরনার সুরে, বিদ্রোহের সঙ্গীত বাজে,
তরঁগাঁও বেপারী বাড়ির গল্পে নবজাগরণ ভাসে।

পর্যটন শিল্পে স্বপ্ন ছড়িয়ে, দেশে-বিদেশে আলো ছড়ায়,
কাপাসিয়ার আকাশে, আন্তর্জাতিক গৌরব উড়ে যায়।
হৃদয় দান করেছেন, মনের আগুন জ্বালিয়েছেন,
প্রকৃতির ছায়ায় মানুষের সুখসাগর উন্মুক্ত করেছেন।

সাদা মেঘের আড়ালে, সূর্যদেব হাসে অমল,
সাদিক আহসানের জীবন হয়ে উঠেছে যুগান্তরের পাল।
ওহে প্রজন্ম, শোনো, প্রতিটি পদচারণায় বিদ্যুৎ ঝরে,
সাদিক আহসানের পথ ধরে, স্বপ্নের তরঙ্গ বয়ে চলে।

যেখানে কর্ম, সেখানে বিদ্রোহ, সেখানে সেবা ও শক্তি,
কাপাসিয়ার আকাশে আজও বাজে তাঁর অমর ধ্বনি।
------------------------------------------------------------------

No comments:

Post a Comment