কালো চশমা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************
শুনো হে শুনো হে জাতি, আঁধারের রাজ্যে জাগো,
অন্ধ নেতার ছায়া ভাঙো, স্বাধীনতার প্রদীপ জ্বালো।
দেশের বুক কেটে গেছে লোভের দাসে দাস,
অধিকার বঞ্চিত, স্বাধীনতা গৃহভাঙা মহাস্রাব।
মবতন্ত্রের ভয়ঙ্করী খেলা, লুটের শৃঙ্খল মরণঘন্টা বাজায়,
চাঁদাবাজের নৃত্য, দেশপ্রেমে আঘাত করে, বিজয়ের অঙ্গুর রস খায়।
গণতন্ত্রের গলা কেটে ফেলেছে অন্ধ নেতার রক্তচুষা সৈন্য,
কলমের তীর ভেঙে গেছে, প্রতিবাদীর চিৎকার শ্বাসরুদ্ধ।
লেখক, কবি, বিদ্বান—মুক্ত চিন্তার বন্দী,
শব্দের স্বাধীনতা ভেসে গেছে শৃঙ্খলের স্রোতে।
নেতার চোখে নেই দুঃখ, কর্মীর অহংকারে সমাজ নিংড়ে যায়,
লাল সবুজ বোঝে না তারা, শুধু ক্ষমতার তৃষ্ণা খায়।
অধিকার লুণ্ঠিত, নৈতিকতা ধূলিসাৎ,
নেশাগ্রস্ত, অহংকারী, দেশদ্রোহী চরম বাতাসে ত্রাস।
মীরজাফরের খেলা চলছে, দেশ জলের ফাঁদে,
জাতির রক্তে লেখা সত্য, তাদের অন্ধকারে ঢাকা।
হে জাতি, জাগো, কালো চশমা ভেঙে দাও,
অন্ধকারকে চূর্ণ করো, মুক্তির বাতাস ছড়িয়ে দাও।
স্বাধীনতা তুমিই, ইতিহাসে লিখো বিজয়গাথা,
দৃঢ় দৃষ্টিতে সত্যকে আঁকড়াও, অমানবের ছায়া ছিন্ন করো।
নেতার দম্ভ ধ্বংস করো, কর্মীর লোভ চূর্ণ করো,
দেশকে গড়ে তুলো জাগ্রত প্রজ্ঞায়, ন্যায়ের দীপ জ্বালো।
তোমার রক্তে লেখা মুক্তি, তোমার চেতনায় বিজয়,
হে জাতি, ওঠো, লড়ো, ইতিহাসের পাতা রাঙাও আলোয়।
-------------------------------------------------------------
No comments:
Post a Comment