সন্তানের প্রতি দায়িত্ব
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------------
আলোর প্রদীপ জ্বালো, ঘরে ভরে মমতার আলো
শিশুর চোখে ফুটুক স্বপ্ন, হৃদয়ে উজ্জ্বল ভালো।
কোরআনের পথে চলুক সে, সত্যের দীপ্তি ধরে
হাদিসের বাণী শোনাও, জীবন হোক সত্যি করে।
নামাজে বাঁধো মন তার, দোয়ায় ভাসুক আলো
মমতার ছায়ায় শিশুর মন হোক সদা অমল আলো।
শাস্তি করো প্রযোজ্য, তবে হৃদয় ভাঙো না
ধৈর্য, সততা, স্নেহে শিক্ষা, শিশুর জীবন গড়ে তোলো না।
খেলাধুলায় শিখুক সে, সততার রঙিন গান
গল্পে ঝরে পড়ুক প্রজ্ঞা, দিক নির্দেশ হোক জান।
স্বপ্ন দেখুক মুক্তির, স্বাধীন চিন্তার আলোয়
দুনিয়ার মায়া বোঝুক সে, অতিমাত্রায় নয় কখনোয়।
দোয়া করো প্রতিদিন, প্রভুর আশীর্বাদে ভরা
সন্তানের পথ হোক দীপ্তি, সুখে, শান্তিতে গড়া।
মমতার বেলা ঘিরে থাকুক, শিশুর মন উজ্জ্বল
ভালোবাসার ছন্দে বাঁধো সে, প্রভুর রহমত ঝিল।
শিশুর হাসি হোক ফুলের মতো, রঙিন, কোমল
পিতামাতার দোয়া, শিক্ষা হোক তার জীবনের মোহল।
প্রকৃতির ছোঁয়ায় বড় হোক সে, মুক্ত, প্রজ্ঞা সমৃদ্ধ
আল্লাহর নামে পথ চলুক, সত্য ও ন্যায় নির্ভুল সমৃদ্ধ।
--------------------------------------------------------
No comments:
Post a Comment