Friday, September 12, 2025

জনদরদী

 জনদরদী

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
********************************
--------------------------------------------------
তরগাঁও গ্রামের অমল ধরা, স্নিগ্ধ শিশির ভেজা,
সেই মাটিতে জন্ম নিলো মানবতার সেঁজা।
জনাব এ কে এম শফিউদ্দিন আহমেদ—দীপ্তির আলো,
পিতা লাল মাহমুদ বেপারীর উত্তরসূরি, মহৎ ভালো।

কাপাসিয়া হাই স্কুল যেন ভোরের প্রথম সূর্যোদয়,
তাঁর অক্লান্ত পরিশ্রমে জেগে উঠল শিক্ষার মহিমাময়।
ম্যানেজিং কমিটির মণি হয়ে জ্বলে উঠলেন বারবার,
জ্ঞানের দীপ জ্বালাতে লড়লেন দিন-রাত অবিরাম ধারাবাহার।

তিনি ছিলেন শিক্ষার কৃষক, বুনলেন আলো-ফসল,
তরগাঁও গ্রামে কোহিনূর বালক উচ্চ বিদ্যালয়—স্বপ্নের সম্বল।
আরেকটি রত্ন দিলেন মানবতার হদয়ে,
কোহিনূর বালিকা বিদ্যালয় যেন চাঁদের কিরণ সেঁজে।

নারী শিক্ষার প্রসারে ছিলেন শিউলি ফুলের সুবাস,
অজপাড়াগাঁয় তাঁর অবদানে ছড়াল ভোরের আভাস।
জনতার মাঝে ছিলেন নদীর মতো শান্ত-গভীর,
তরগাঁও ইউনিয়নের প্রেসিডেন্ট-চেয়ারম্যান হয়ে করলেন আলোকের নীর।

তুমি জনদরদী, তুমি অশ্রু মুছে দেওয়া নক্ষত্রতারা,
তোমার বীজে আজও ফোটে শিক্ষার ফলবান ধারা।
তুমি আকাশে চাঁদ, তুমি প্রভাতের সোনালী রবি,
প্রজন্মে প্রজন্মে জ্বলবে তোমার অমর গৌরবের ছবি।


--------------------------------------


No comments:

Post a Comment