অর্ধশতবর্ষের চেয়ারম্যান
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
***********************************
রাওনাটের পূর্বপাড়া, বেপারী বাড়ির আলো,
ঐতিহ্যের জলে ভেসে এলো মানুষের ভালো।
জন্ম নিলেন মহান নেতা, ডাক্তার আলীর নাম,
দূর্গাপুরের প্রান্তর ভরে গায় জনতার কাম।
পিতা মরহুম আনছার আলী, গর্বিত পরিচয়,
মাতা হনুফা বেগম—স্নেহধারায় ভরা আশয়।
রক্তের শিকড়ে জ্বলে ইতিহাসের অনন্ত দীপ,
মন্ত্রীর ফুফু, সেনাপতির দাদী—যুগের প্রণোদিত তীপ।
ফকির আব্দুল মান্নান মন্ত্রীর ফুফা ছিলেন প্রিয়,
ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ দাদীর মতো ইতিহাসের নিখুঁত বীজ।
সম্ভ্রান্ত মুসলিম বংশের ধ্বজা উঁচু বাতাসে,
দুইশ বিঘা জমিতে মহিমার প্রতিফলন ছড়ায় আশ্চর্যতায়।
জমিদার প্রথা না থাকলেও মানুষ ডাকতো জমিদার,
প্রজ্ঞা আর ন্যায়ের বাতি জ্বেলে রাখতেন হৃদয়ের বার।
হোমিও ডাক্তার, বেদনার সঙ্গী, মানুষের সাথী,
অসহায়দের জন্য জীবন ব্যয় করতেন অমৃতমধুর কথা।
সমাজসেবক, জনবান্ধব, পরউপকারে ছিলেন দীপ,
প্রজন্মের বুকে রইলেন চিরন্তন অনন্ত তীর্থস্মৃতি।
বৃটিশ আমল থেকে বাংলাদেশ—যুগের ছন্দে,
তিনি রইলেন সত্যের সঙ্গী, জনতার বিশ্বাসে।
দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘ অর্ধশতক,
ইতিহাসে লিখলেন ন্যায়, প্রজ্ঞা ও মানুষের শক্তি অটলক।
একবার হেরেছিলেন মাত্র, হাবিবুল্লাহ সরকারের কাছে,
তবু হৃদয়ে জনতার ভালোবাসা অমোঘ আঁচে।
"নানা" সম্বোধনে বাজতো হৃদয়নাদের সুর,
মানুষের আঁধারে তিনি আলোর প্রতিটি ছাপের দূর।
অর্ধশতবর্ষের চেয়ারম্যান—ইতিহাসের অনন্ত দৃষ্টি,
প্রজ্ঞা আর ন্যায়ের সমন্বয়ে সৃষ্টি করলেন মানবিক কৃষ্টি।
মেহমানদারী ছিল প্রাণের অন্তরের গান,
উপহার দিতেন হৃদয় দিয়ে, অতিথির স্বপ্নের মান।
উপার্জনের সিংহভাগ জনতার কল্যাণে ব্যয়িত,
জীবনের প্রতিটি ক্ষণ ছিল মানবতার অনন্ত বিনীত।
সৎ, যোগ্য, জ্ঞানী—অতুলনীয় মহান,
জনগণের হৃদয়ে রয়ে গেলেন ইতিহাসের অম্লান।
তাঁর মৃত্যুতে জাতি হারালো অমূল্য ধন,
অশ্রুভেজা প্রার্থনায় কাঁদলো সকলে মন।
এমন মানুষ যুগে যুগে জন্মে না,
শূন্যতায় দেশ পেল অনন্ত বেদনার ঝঞ্ঝা।
কিংবদন্তি নেতা, উপমাহীন তিনি,
জনগণের স্মৃতিতে চিরদিন আলো জ্বেলে রইল।
ইতিহাসের পাতায় লেখা কীর্তিগান,
প্রজন্মের বুকে বাজে সেই অনন্ত সুরের তান।
পরউপকারী জীবনে তিনি ছিলেন মহীয়ান,
দূর্গাপুরের গর্ব, রাওনাটের প্রাণ।
কবির প্রার্থনা—আল্লাহ্ দিন জান্নাতের ঠিকানা,
চিরশান্তির আসনে থাকুক তাঁর আনুগানা।
ইতিহাসের আলোকবর্তিকা—নেতার মহাকাব্য,
ডাঃ মোহাম্মদ আলী—জনতার চিরস্মরণীয় অধ্যায়।
--------------------------------------------------------------------
No comments:
Post a Comment