Friday, September 12, 2025

অগ্রপথিক

 অগ্রপথিক

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
---------------------------------
রাওনাট পশ্চিম পাড়ায় ভূঁঞা বাড়ির বুকে,
পূর্ণিমার আলো নেমে এলো স্নিগ্ধ সুখে।
সেই ঘরে জন্ম নিলো আলো ঝরানো প্রাণ,
জনাব আলী আজগর ভূঁঞা, অগ্রপথিক মহান।

শৈশবের খেলাঘরে মাঠে-ঘাটে দৌড়,
উদ্দ্যামী ছেলেটি তখনো ছিলো অদম্য ভর।
সম্প্রীতির ডাক শুনে ছুটতো সবার আগে,
মানবতার মিছিলে থাকতো অগ্রভাগে।

গরিব দুঃখীর সাথী, অকুতোভয় সৈনিক,
মানবিক কল্যাণে ছিলেন সদা সচেষ্ট এক।
রাওনাটের গৌরব তিনি, দানিজ আলীর সন্তান,
সবার ভালোবাসায় ভরে উঠেছে তাঁর গান।

কর্মজীবনে হয়েছিলেন আশার কর্মী,
জয়েন্ট ডেপুটি ডিরেক্টর—তবু মন ছিলো ধর্মী।
দপ্তরের দায়িত্ব শেষে জনপথে যান,
গ্রামীণ জনতার পাশে আনে আশা ভোরের গান।

যতই থাক কাজের ব্যস্ততা, অফিসের ডাকে,
মানবিক করুণা তাঁকে ফেরায় গ্রামীণ ফাঁকে।
তিনি চির উপমা আমাদের হৃদয়ে,
অগ্রপথিক হয়ে থাকুন মানবতার স্রোতে।

হে অগ্রপথিক, তোমার যাত্রা হোক দীপ্ত সভ্যতায়,
মানবিক সংঘের সারথী হয়ে থাকো অনন্ত প্রত্যাশায়।
তোমার নাম গেয়ে উঠুক পথ-প্রান্তর-গাঁও,
তুমি আছো তাই আমরা পাই আশার ছাও।
----------------------------------------------

No comments:

Post a Comment