Tuesday, September 16, 2025

চিকিৎসার প্রদীপ

 চিকিৎসার প্রদীপ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*********************************
তুমি রাওনাট গ্রামে মোল্লা বাড়ীর অমল প্রদীপ,
মৌলভী আহাদ আলী মোল্লা’র ছোট ছেলে মানবিক,
শৈশব থেকেই হৃদয়ে ধারণ করেছ মানবতার মাধুর্য,
জ্ঞানার্জনের পথে কখনো থেমে থাকনি তুমি।

কত বাড়ি, কত পথ হেঁটেছো নিশীথে, অদম্য সাধনায়,
মানব কষ্ট মুছে দিয়েছ প্রজ্ঞার জলে, বিনা স্বার্থে।
শিশু, বৃদ্ধ, মা—সবার চোখে জ্বালিয়েছ আশা,
তোমার হাতের স্পর্শে মিলায় ব্যথা, চোখের হাসি বাঁধে সেতু।

চিকিৎসার কলমে লিখেছ জীবনের প্রতিটি অধ্যায়,
রক্তবীণা, ব্যথার ছায়া, সবই মুছে দাও তুমিই সহজে।
শিক্ষা শেষে সরকারি চাকুরি করলেও, সেবা থামেনি কখনো,
গ্রামের একমাত্র ভরসা, অমোঘ দীপ্তি হয়ে দাও আলো।

নম্র, ভদ্র, বিনয়ী সেবকের মূর্তপ্রতীক তুমি,
কত দুঃখ, কত অশ্রু মুছে দাও নিরবভাবে।
প্রতিটি মুহূর্তে জন্ম দাও করুণা ও আলোর ছায়া,
ধৈর্য তোমার নদীর মতো, গভীর, চিরন্তন বিস্তৃত।

জীবনের ক্ষুদ্রতম কণাও আলোকিত তোমার নৈতিকতায়,
তুমিই গ্রামের আশা, শান্তি ও সেবার প্রতীক।
সবাই তোমারেকে ডাঃ আমির হোসেন নামে ডাকেই,
স্বপ্নের দীপশিখা জন্ম দাও হৃদয়ে, অন্ধকার ছাড়াও।

রাওনাট গ্রামের ইতিহাসে চিরকাল রবে অনন্য প্রদীপ—
মোঃ আমির হোসেন মোল্লা, চিকিৎসার অমর দীপ্তি।
-------------------------------------------------------------

No comments:

Post a Comment