পাবুরের আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট, কাপাসিয়া,গাজীপুর
---------------------------------
পাবুর গ্রামের সবুজ মাঠে, নদীর ধারা বহে,
পাখির ডাকে, কুয়াশা মাখা ভোরের রঙে দাহে।
সেইখানে এক আলোর দিশা—শাহ আলম খান,
১৯৫৩-তে ফেব্রুয়ারির আঠাশ তারিখ প্রাণ।
পিতা ছিলেন আব্দুর রশিদ, স্নেহময় সেই জন,
মায়ের কোলে মানুষ হয়ে ফুটলেন যেমন বন।
ধানের শিষে, নদীর গানে, গ্রামীণ সে ছায়া,
শিক্ষার পথে দীপ জ্বেলে চললেন আলোর মায়া।
১৯৬৮ সালে কাপাসিয়ার পাইলট বিদ্যালয়,
প্রথম বিভাগে এসএসসি—সবার নয়ন জুড়ায়।
নটরডেমের ছাত্র তিনি, ’৭০ সালে জয়,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন দিলো অমৃতময়।
১৯৭৩-এ রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকের সে ধারা,
লোক প্রশাসনে ’৭৪-এ হলো স্নাতকোত্তর সারা।
সহকারী কালেক্টর হয়ে যোগ দিলেন তরে,
বিসিএসের মর্যাদাতে দেশসেবার নেশায় ঘরে।
পদে পদে উন্নতি পেয়ে কমিশনার নাম,
শুল্ক গোয়েন্দা মহাপরিচালক—গৌরব তার ধাম।
অবসরে আজ শান্ত সুধায় বসে আছেন তিনি,
তবু আলো জ্বালেন সকল হৃদয়, গ্রামের মাটির ঋণী।
কাপাসিয়ার কৃতি সন্তান, খান বাড়ির গর্ব,
পাবুরের মাটি ভিজিয়ে রেখেছে তাঁর সব।
নদীর ঢেউ, ধানের গন্ধ, মাঠের সবুজ আলো—
চিরদিনের দিশারী তিনি, “পাবুরের আলো”।
------------------------------------------------
No comments:
Post a Comment