Wednesday, September 17, 2025

আমি কে?

 আমি কে?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
--------------------------------------------------------------------
আমার নাম মোঃ আমিনুল এহছান মোল্লা,
রাওনাট গ্রামে মোল্লা বাড়ীর দোলা।
মৌলভী আহাদ আলী—বংশের গর্বিত আলো,
তাঁর দোয়ায় ফুটে উঠল আমার জীবনের ভালো।

পিতা আবুল হোসেন মোল্লা, ব্যাংকার সৎ-প্রাণ,
মাতা মিনারা খানম স্নেহস্রোতের দান।
তাদের কোলে পাবুর নানাবাড়ি ভোরের ঘরে,
১৯৭৮ সালে এলাম এ ধরাধামে নীরব মমতাভরে।

শৈশবে চঞ্চল আমি, খেলায় মজে থাকি,
পড়ায় অনীহা দেখে দুঃখ পেতেন মা-বাবা নাকি।
তবু তাদের কষ্ট-ভালোবাসা মমতায় ভরা,
প্রাইমারী শেষে পথ খুলল শিক্ষার সরা।

রাওনাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিলাম জয়,
এস.এস.সি প্রথম বিভাগে পেলাম ভবিষ্যৎময়।
কাপাসিয়া কলেজে এইচ.এস.সি’র আলো,
ভাওয়াল বদরে আলম কলেজে বি.কম, এম.কম ভালো।

ছাত্রজীবনে নাম লিখালাম রাজনীতির গান,
ক্লাস ক্যাপ্টেন হলাম ষষ্ঠ থেকে দশম মান।
কলেজ সংসদে দিলাম নির্বাচনের শপথ,
বক্তা হয়ে পেলাম ছাত্রসমাজের স্নেহরথ।

আমি বাঙালি, বাংলাদেশী, লাল-সবুজ আমার প্রাণ,
মুক্তিযুদ্ধের চেতনায় বাঁধা আমার গান।
স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ করি আমি ঘৃণা,
শোষিত-বঞ্চিতের পাশে দাঁড়ানোই ধ্রুবচিন্তা।

আমরা দুই ভাই, এক বোন—পরিবারের বাঁধন,
ভাই নাজমুল এহছান মোল্লা স্মৃতির সুধা-ধান।
বোন ফারজানা আক্তার লিপি ঘরের নির্ভর,
স্নেহের আঁচল মেলে রাখেন সবার উপর।

আজ কর্মক্ষেত্রে আছি মহাখালীর কোলে,
বিবিএস ক্যাবলস পিএলসি আমার জীবনের দোলে।
চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার,
প্রেরণার দীপশিখা, সাহসের অবার।

তাঁরই সহায়তায় লিখলাম “পঞ্চ কলি” গান,
এরপর এলো “আগামীর আলো”, “উপহার” মহান।
“মুক্তির চাবি”, “স্মৃতির আলপনা”—মিলে পাঁচটি গ্রন্থ,
কাব্যের ডালি বিলাই আমি আপনজনের অন্তঃ।

আট হাজার কবিতা লিখেছি আমি এ প্রাণে,
দেশপ্রেম, ইসলাম, মুক্তিযুদ্ধ, মানবতার টানে।
ইচ্ছে আছে—“কাপাসিয়ার আলো” হবে প্রদীপ,
স্বদেশী তরুণ জাগুক নতুন দিনের নীপ।

আমি সন্ত্রাস, মাদক, চাঁদাবাজির শত্রু কঠিন,
আমি চাই লাল-সবুজে উঠুক প্রজন্ম নবীন।
আকাশে পাখির মতো ডাকি স্বদেশ গান,
বাংলার সন্তান আমি—এটাই আমার পরিচয়-প্রাণ।
-----------------------------------------

No comments:

Post a Comment