সে এক বাচিক শিল্পী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************
১৯৯৩-এর সেই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে,
কালো প্যান্ট, সাদা শার্ট, চোখে চশমার দীপ্তি,
জনতার চোখে বিস্ময়, হৃদয়ে কৌতূহল,
প্রথম ধ্বনিতে বাজে কাব্যের মুক্ত ঝরাপাথ।
ইথারের গম্ভীর কোকিলার কণ্ঠে ভেসে আসে,
শব্দে শব্দে উন্মুক্ত তরঙ্গিত জনতা
মাঠ-ঘাট, শীতলক্ষ্যা নদীর স্রোত,
প্রতিটি চরনে প্রতিটি দৃষ্টিতে দ্যুতি জ্বলে।
মৈশন মিয়া বাড়ীর সন্তান, কাপাসিয়ার গর্ব,
ধারাবর্ণনায় গ্রাম, নদী, মেলা, বাজারের ছবি,
ভিডিও, রিল, ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে,
ডিজিটাল দুনিয়ায় তার কণ্ঠের প্রতিধ্বনি।
কণ্ঠে কবিতা, ছন্দে জীবন, দর্শনের স্পন্দন,
শোনো—জনতার হৃদয় মুগ্ধ, মন ভরে আনন্দে।
প্রতিটি পদে তার চিন্তা, প্রতিটি ধ্বনিতে দর্শন,
শব্দের ঝঙ্কারে বয়ে যায় মানবিক সত্যের নদী।
মঞ্চে সে দাঁড়িয়ে, জনতার চোখে জ্বলে,
এক শিল্পীর দীপ্তি, এক যুবকের সাহস,
কাপাসিয়ার পথ, ঘাট, বাঁশঝাড়,
প্রতিটি স্থানে তার কণ্ঠের ছাপ।
শুনে জনতা বলে—“কে এই যুবক, কে এই শিল্পী?”
তার প্রতিটি বাক্যে, প্রতিটি ছন্দে,
সংস্কৃতি, ঐতিহ্য, প্রকৃতির রূপমালা,
মানবতা আর কাব্যের মেলবন্ধন।
সে এক বাচিক শিল্পী,
আলী হোসেন চৌধুরী—
কণ্ঠে জীবনের দর্শন, চোখে মানবতার আলো,
জনতার অন্তরে চিরকাল বেঁচে থাকবে সে।
-----------------------------------------------------------
No comments:
Post a Comment