Wednesday, September 17, 2025

নদীতে ভাসছে লাশ

 নদীতে ভাসছে লাশ

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
--------------------------------------------------------------------
নদীতে ভাসছে লাশ, নীরব অথচ চিৎকার করে,
নারী, নর, শিশু—সব মিলিয়ে স্রোত ভাঙে হৃদয় ভরে।
এত খুন! এত গুম! এত হত্যা—
প্রতিটি লাশ যেন মানবতার মৃত্যুর প্রতিচ্ছবি।

নিরাপত্তার কুটিরে শুন্যতা,
ঘরে লুকানো আতঙ্ক, ঘুমে ভাঙা স্বপ্নের ছায়া।
চেনা মুখ, অচেনা কান্না, অজস্র ব্যথার ছায়া,
নদী শোনে না আর কারো আর্তনাদ, শুধুই বর্বরতার আগাগোছা।

পাখি আকাশে থমকে, বাতাস নিঃশব্দ,
নদী নিজেই কাঁদে, ভেসে যায় শোকের ঢেউয়ে অশ্রুবর্ষণ।
সবুজ ঘাসে মেখে রাখা স্বপ্নগুলো ছিন্ন,
মায়ের আঁচল, বাবার ছায়া, সব মিলিয়ে কালো জলে মিলায়।

স্বাধীন তবু স্বাধীন নয় জীবন,
প্রতিটি ভেসে যাওয়া দেহের মধ্যেও লুকিয়ে আছে আশা।
নদী বলে—মৃত্যুর মাঝেও জন্ম নেয় নতুন প্রেরণা,
লাশ ভেসে গেলেও মানবতার হৃদয়ে জাগে দীপ।

এ দৃশ্য হতে মুক্তি চায় জাতি,
বর্বরতার শিকড় কেটে ফেলার ডাক ওঠে গগনে।
চেনা পথ ভেঙে, অচেনা শিখরে,
নদীর ঢেউও বলে—নতুন সকাল আসে।

বাতাস কাঁপে, পাখিরা ফিরে আসে,
চলমান স্রোতের মধ্যে জন্ম নেয় নতুন প্রার্থনা।
মানবতার দীপ জ্বলে অটল,
প্রতিটি মৃত্যু শিখায়—জীবনই শেষ পর্যন্ত অমোঘ।

নদীর তাণ্ডবের মাঝেও ফুটে ওঠে গান,
অশ্রুর স্রোতের মাঝে জাগে নতুন বোধ, নতুন জীবন।
লাশের ভেসে যাওয়ায়ও ঘুমোতে দেয় না আশা,
জাতি চায় মুক্তি—এই শূন্যতার অন্ধকার ভেঙে।

অন্তহীন স্রোতে ভেসে যায় শোক,
কিন্তু জন্ম নেয় নবচেতনায় দীপের আলো।
নদী কাঁদে, নদী গর্জে, নদী বলে—
মানবতার অন্তহীন স্বপ্ন, কখনো নিঃশেষ হবে না।
-----------------------------------------


No comments:

Post a Comment