সত্যের বহ্নিবান
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
---------------------------------------------
কাপাসিয়ার শ্যামল বুকে জন্মেছিলেন এক প্রাণ,
শৈশব হেঁটে বুনেছিলেন স্বপ্ন, আলোকিত সমাজের মান।
ছাত্র জীবনে রাজপথে উঠেছিলেন সাহসের ভরা,
শোষিত ও বঞ্চিতের পক্ষে লড়েছেন নির্ভয়ে ধরা।
কাপাসিয়া কলেজ সংসদে নির্বাচিত প্রতিকূলতায়,
জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন অনন্য সাহসের ছায়ায়।
কলম হাতে লিখেছেন সত্য, কখনো ভয় নয়,
ভোরের দর্পণ ও গাজীপুর দর্পণে প্রকাশ করেছেন কথার ধ্বনি।
পরোপকারী হৃদয়ে, নীলোর্ভ প্রাণে ভরা,
নিজের জন্য নেননি কখনো কোনো আর্থিক ধারা।
দৈনিক ভোরের দর্পণ ও সাপ্তাহিক গাজীপুর দর্পণের সম্পাদক,
বৈশাখী টেলিভিশন, যুগান্তর, দিলকালেও ছিলেন সততা ও ন্যায়পরায়ণ।
গাজীপুর সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি,
কাপাসিয়া প্রেসক্লাবের তিনবার সাধারণ সম্পাদক ছিলেন অবিচল সততায়।
৪ আগস্ট ২০২৩: কোটবাজালিয়া ট্রাকের নিচে চাপা পড়লেন,
জাতি হারাল সাহসী সাংবাদিক, সত্যের কণ্ঠ, জীবন বিদায় নিলেন ততক্ষণে।
৮ আগস্ট ২০২৫: দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে,
গাজীপুর সিটি প্রেসক্লাব আয়োজন করল স্মরণসভা ও দোয়া মাহফিলে।
মঞ্জুর হোসেন মিলন – সত্যের বহ্নিবান,
নির্ভীক, নিঃস্বার্থ, সমাজ সংস্কারের অম্লান প্রাণ।
কাপাসিয়া, গাজীপুর, বাংলাদেশ কখনো ভুলবে নয়,
চিরকাল সত্যের আলোয় তুমি আমাদের সাথে থাকো আজও, কালও।
তোমার সাহস আমাদের পথ দেখাবে অমলিন,
কলমের শক্তি সত্যের পথে চলবে অবিরাম অনিন্দ্যন।
প্রজন্মের হৃদয়ে তোমার নাম জ্বলবে দীপ্তি হয়ে,
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন – আমীন।
--------------------------------------------------------
No comments:
Post a Comment