Monday, September 15, 2025

মানবিক ছাত্র নেতা

 

মানবিক ছাত্র নেতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*******************************

 



২৭ সেপ্টেম্বর, ১৯৯৪, মঙ্গলবার, দুপুর ১.৩০ মিনিট,
ডিগ্রী কলেজের প্রাঙ্গণে মিছিলের ধ্বনি ছড়ায় আকাশান্তে।

ঢাকা থেকে আগত ক্লান্ত শরীর মনির ভাই,
বিয়ের স্বপ্নে পূর্ণ, স্বর্ণ অলঙ্কার হাতে, মানবতার দীপ্তি তার অন্তরজায়।

কাপাসিয়ার উদীয়মান সূর্য, ছাত্রদের পথপ্রদর্শক,
নির্ভয়ে দীক্ষা দেয়, প্রতিটি নিঃশ্বাসে বিপ্লবের সঙ্গীত।

হঠা লাঠি, সোটা, উশৃঙ্খল দলে আঘাত,

সাত্তার চেয়ারম্যানের দরজায় রক্তের লাল রেখা, জীবন-মৃত্যুর এক কঠিন রাত।

বাক স্থবির, দেহ নিস্তব্দ, প্রাণের চঞ্চলতা থমকে,
দুইদিন পর বিয়ের আনন্দ, মৃত্যুর অমোঘ ছায়া তার প্রান্তে।

পিজি হাসপাতালে কোলে রাহাত সরকারের,
শেষ নিঃশ্বাস ত্যাগ, আকাশ বাতাসে নামল শোকের ছায়া।

ছাত্রদের নিবেদিত প্রাণ, ভিপি প্রার্থী নন্দিত,
মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন, মৃত্যুঞ্জয়ী শৃঙ্গশিখরে অমলিন।

আমার আব্বা ডাকাতের হাতে আহত, রাত দুইটায়,
ক্ষতবিক্ষত শরীর নিয়ে ডাঃ মতিলালের দ্বারে মনির ভাই করেছিলেন ব্যবস্থা অবিস্মরণীয়।

ঋণ এই পৃথিবীতে শোধাবার নয়,
মানবিক শক্তি দিয়ে লেখা জীবনের চিরন্তন গ্রন্থ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ সৈনিক,
আওয়ামী সন্ত্রাসের প্রতিহিংসায় অকালে ঝরে গেলেন তীব্র ন্যায়ের শিখরে।

বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি,
আল্লাহ পাক তাকে শহীদ মর্যাদা দান করুন, বেহেশতের আলোয় উজ্জ্বল হোক চিরন্তন।

কাপাসিয়ার উদীয়মান সূর্য, তরুণ হৃদয়ে আলোকবর্তিকা,
তার ত্যাগ, মানবিকতা, বিপ্লবের দৃষ্টান্ত চিরজাগরণ।

তার নাম ঘুরে ফিরে বাজে তরুণদের অন্তরে,
কাপাসিয়ার আকাশে জ্বলছে অমলিন দীপ্তি প্রতিঘরে।

অকালে চলে গেলেও, ত্যাগের স্রোত অনন্ত বয়ে চলে,
শহীদ মনির ভাই, মানবতার আলোকবর্তিকা চিরজীবনে রোলে।

মনির ভাই, তুমি আমাদের জীবনে অমর,
তোমার ত্যাগে জাগ্রত হোক প্রত্যেকের অন্তরের মানবিক আলো।

মানবিক ছাত্র নেতা, বিপ্লবের প্রিয় সিংহাসন,
স্মৃতি চিরকাল বাঁচুক, প্রিয় পথিক, চিরন্তন।

--------------------------------------------------------------


No comments:

Post a Comment