আমাদের প্রিয় স্যার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************
রাওনাট আদর্শ উচ্চবিদ্যা নিকেতন, গ্রামের গর্ব-প্রাণ,
সেখানে দীপ্ত ছিলেন প্রধান শিক্ষক সবার অম্লান।
সূর্যের মতো প্রভাত এনে দূর করতেন আঁধার,
চাঁদের মতো স্নিগ্ধ হেসে করতেন মন আভার।
বাংলা সাহিত্যে গভীর নদী, কাব্যের কলতান,
ইংরেজি পাঠে ঝরনার মতো জ্ঞানের অবিরাম গান।
বটবৃক্ষ হয়ে দাঁড়াতেন শিষ্যের আশ্রয়ে,
প্রদীপ শিখা জ্বালাতেন পথহারা অন্ধকারে।
ধানের শীষের মতো বিনয়ী, তবু গর্বিত,
হিমালয়ের চূড়ার মতো চরিত্র অটল স্থিত।
কোকিলস্বর কণ্ঠস্বর, বসন্তের মধুময়ী ডাক,
ফুলের মতো কোমল স্নেহে করতেন হৃদয় পাক।
সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তৃত তাঁর জ্ঞান,
গঙ্গার জলের মতো পবিত্র ছিলো প্রাণ।
তাঁর মৃত্যুতে নিভে গেল জাতির আলোক-ধারা,
আমরা হারালাম অভিভাবক, শূন্য হলো সারা।
আল্লাহ করুক দান জান্নাতুল ফেরদৌসের স্থান,
সিরাজুল ইসলাম স্যার—আমাদের হৃদয়ের অনন্ত দিশারী প্রাণ।
-------------------------------------------------------------
Saturday, September 13, 2025
আমাদের প্রিয় স্যার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment