নির্বাচন শুধু ভোট নয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাতারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
নির্বাচন শুধু ভোট নয়, এটি সভ্যতার পরিচয়,
এতে জাগে জনতার আশা, মিলায় নতুন প্রাণের জয়।
স্বৈরাচার নিপাত হয়, গণতন্ত্রের নব উদয়,
সত্যের দীপ্তি জ্বলে হৃদয়ে, দূর হয় অন্ধকারের প্রদয়।
প্রতিটি ভোটে লুকায় দেশের গৌরব খোঁজ,
সতর্ক মন, সৎ দৃষ্টি মিলে পায় ন্যায়ের মোজ।
কাঙ্খিত নেতা খোঁজে পায় জাতি,
নির্বাচনের আলোয় ঝরে যায় সব অন্ধকারি বাতি।
জনতার একতার ছন্দে বাজে স্বাধীনতার গান,
বিধির পথে এগোয় দেশ, পায় নতুন জীবন প্রাণ।
ভোটের কাগজে নয় শুধুই নামের লেখা,
এতে লুকায় মানুষের আশা, চেতনার রেখা।
নির্বাচনের আলোয় উড়ে যায় দমনের বন্ধন,
মুক্তির বাতাসে ঘরে ঘরে বাজে বিজয়ের সঙ্গন।
নির্বাচন শুধু ভোট নয়, এটি সভ্যতার পরিচয়,
স্বৈরাচার নিপাত হয়, গণতন্ত্রের নব উদয়।
প্রত্যেক নাগরিকের হাতে জাগে দেশের প্রাণের ঢেউ,
নির্বাচনের আলোয় জন্মায় জাতির নতুন ধ্রুব ত্রয়।
----------------------------------------------------
No comments:
Post a Comment