Friday, September 5, 2025

লাইলাতুল কদরের আলো

 লাইলাতুল কদরের আলো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
লাইলাতুল কদরের আলো ঝরে, হে প্রভু! তোর করুণায়,
হৃদয় ভরে প্রেমে, ভরে প্রেমে, তোর রহমতের ছায়ায়।

নীরব রাতের আকাশে ঝরে শান্তির আলো,
হে করুণাময়! তোর দয়ায় ভরে ওঠে অন্তরের হলো।
ফেরেশতাদের পাখা ছোঁয় হৃদয়ের কোণে,
তোর নামে ভরে ওঠে প্রাণ, মিশে যায় নিঃসঙ্গ আলোণে।

লাইলাতুল কদরের আলো ঝরে, হে প্রভু! তোর করুণায়,
হৃদয় ভরে প্রেমে, ভরে প্রেমে, তোর রহমতের ছায়ায়।

হাজার মাসের চেয়ে উত্তম, এ রহমতের রাত,
হে প্রভু! তোর করুণায় ভরে উঠুক অন্তরের বাত।
রাতের নামাজে, দোয়ায় মন হয়ে স্বচ্ছ,
হে প্রভু! তোর স্মরণে হোক হৃদয় মুক্ত ও নিশ্চল।

লাইলাতুল কদরের আলো ঝরে, হে প্রভু! তোর করুণায়,
হৃদয় ভরে প্রেমে, ভরে প্রেমে, তোর রহমতের ছায়ায়।

গোপন প্রার্থনায় ঝরে আশা ও ভরসা,
হে করুণাময়! তোর দয়ায় হোক জীবনে শান্তির বাসা।
দুঃখ হোক দূর, আনন্দ হোক অন্তরে,
হে প্রভু! তোর রহমতে ভরে ওঠুক ভোরের নূরে।

লাইলাতুল কদরের আলো ঝরে, হে প্রভু! তোর করুণায়,
হৃদয় ভরে প্রেমে, ভরে প্রেমে, তোর রহমতের ছায়ায়।

হৃদয় খোলে, মন ভরে প্রেমের জ্যোতি,
হে প্রভু! তোর রহমতে সব হয়ে ওঠে শান্তি ও মধুর নীতি।
লাইলাতুল কদরের আলোকজ্যোতি হোক চিরভূমিতে,
ভরে উঠুক প্রাণ, ভরে উঠুক প্রেম, হে প্রভু! তোর রহমতের ছায়ায়।
-----------------------------------------------------

No comments:

Post a Comment