আমার সোনার বাংলা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাতারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
আমার সোনার বাংলা, তুমি রক্তে লেখা গান,
তুমি মায়ের অঞ্জলিতে অমর স্বাধীন প্রাণ।
তুমি ধানের সোনালি শিষে কৃষকেরই হাসি,
তুমি গ্রামবাংলার তটে শিশিরভেজা ঘাসি।
ভোরের লাল সূর্য তুমি, মুক্তির শঙ্খধ্বনি,
তুমি বীরের শপথের দীপ্ত অগ্নিবাণী।
পাক হানাদার ঝড়েও তুমি ছিলে অটল দীপ,
তুমি ছিলে যোদ্ধার হাতে অস্ত্রের মতো সৃপ্ত।
শহীদের রক্তরাঙা ভোরে তুমি জাগাও গান,
তুমি মায়ের কোলের মতো দাও শান্তি দান।
তুমি নও শুধু কবিতা, তুমি জীবনধারা,
তুমি বাঙালির অন্তরে জাগাও জয়ধ্বজা সারা।
তুমি নদীর কলতান, তুমি মাটির সুবাস,
তুমি বাংলার আকাশে স্বপ্নেরই প্রকাশ।
আজও বাজে অন্তরে তবই অগ্নি-আহ্বান,
আমার সোনার বাংলা, তুমি চির-অম্লান।
-----------------------------------------------------
No comments:
Post a Comment