শিশুর হৃদয় ভরে উঠুক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
পিতা-মাতা বলো, সৎ পথে চলো ছোট্ট বন্ধু,
সত্যের আলোয় ভরে যাক তোমার মন সিন্ধু।
মায়ের কোলে লুকানো আছে ভালোবাসার আলো,
শিশুর মনে গড়ে দেয় সততার মধুর ছলো।
শিক্ষক শেখায় জ্ঞান, চরিত্র গড়ার সেতু,
ভালো কাজ করলে হৃদয় ভরে ওঠে জ্যোতিময় হেতু।
পাড়া-প্রতিবেশী, বন্ধুদের সাথে ভালো আচরণ,
দয়াশীল মন রাখো, মুছিয়ে দাও ক্ষুদ্র বিরোধের ভারন।
সমাজ সমর্থন দাও, শিশু পথিক হোক সতর্ক,
রাষ্ট্র শিক্ষা দাও, ন্যায় ও নৈতিকতা হোক মুক্তির শর্ত।
প্রার্থনা, নামাজ, সিয়াম পালন করো নিয়মে,
শিশু হৃদয় ভরে উঠুক ঈমান ও মানবিক প্রেমে।
বিদ্বেষ দূর করো, শান্তি বুনো বন্ধনে,
শিশুর জীবনে মিলুক সত্য, দয়া ও প্রেমের স্পন্দনে।
---------------------------------------------------------------------
No comments:
Post a Comment