Friday, September 5, 2025

মানব সেবা

 মানব সেবা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
আল্লাহর পথে চলি, হৃদয় যেন দীপ জ্বলে ঝরে,
দরিদ্রের হাতে দাও আশা, অন্ধকার ভেঙে সবরে।
হাদিস বলে, “মানবতার সেবা প্রিয় আল্লাহর কাছে”,
প্রাণে ভালোবাসা বোনা করি দুঃখীর প্রতি মাঝে।

গরিবের চোখে আলো জ্বেলে, দুঃখী পায় শান্তি পূর্ণ,
দূর্বলের পাশে দাঁড়াও তুমি, ছড়িয়ে দাও করুণার গুণ।
প্রতিটি দান যেন আলোর নীড়, আঁধারে ভরে আলোকে,
সৎকর্মে জীবন পূর্ণ হোক, সত্যের দীপ জ্বলে পলোকে।

হাসিমুখে দুঃখীকে স্নেহ দাও, হতদরিদ্রের ভরসা হও,
মানব সেবার পথে চলো, আল্লাহর প্রীতি হোক ধ্রুব আলো।
কোরআন ও হাদিসের বার্তা হৃদয়ে ধারণ করো,
মানবতার জন্য সেবা দাও, সুখের ঢেউ হোক হৃদয়ে ভরো।

দুঃখীকে সহায়তা করাই সত্যিকারের নেক কাজ,
প্রকৃত নায়ক সে যে প্রেমে ভাসে, দুঃখীর কাছে আজ।
আল্লাহর পথে দাও সাহায্য, আনন্দের ঢেউ বয়ে ওঠে,
মানবতার কল্যাণে জীবন হোক স্রোতের মতো ধীরে পোকে।
---------------------------------------------------------------------


No comments:

Post a Comment