আজ শক্রবার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাতারিখঃ ৫-০৯-২০২৫ ইং
স্থানঃ রওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*****************************************
আজ শক্রবার, মুমিন ওঠো, ডাকছে পবিত্র আজান,
মসজিদের পথে এসো সবাই, ভরে দাও অন্তর প্রাণ।
আল্লাহ বলেন, নামাজে স্থির হও, মিলুক হৃদয়ে শান্তি,
ইবাদতের আলো জ্বালো অন্তরে, করো জীবন পূর্ণ দীপ্তি।
হাদিসে আছে, জুম্মার দিনে রহমত নেমে আসে,
ভক্তি রাখো, সত্যে থাকো,মিশ অন্তরে ভালবেসে।
ভুলে যেও না দোয়ার শক্তি, পাপ মুছে যায় প্রভুর ছায়া,
সদকা দাও দরিদ্রকে পাশে, চলে আনন্দের ছোঁয়া।
ভাইচারা গড়ো, বন্ধুত্বে ভরে, আলো ছড়াও চিরকাল,
দয়া করো শত্রুকেও, করো ভালোবাসা সর্বত্র প্রাণে হাল।
কোরআনের বাণী বলে, মিলেমিশে চলা সবার সাথ,
ঈমানের আলো জ্বালো অন্তরে, কাটুক অশুভ রাত।
জুম্মার নামাজে এসো সবাই, মিলুক প্রাণের জোয়ার,
মসজিদের বুকে ফুটুক আলো, দূর হোক সব আঁধার।
আজ শক্রবার, শান্তির পথে হও আলোর দিশারী,
ভ্রাতৃত্ব, দয়া, প্রেমের আলো ছড়াও জীবন ভুবনভারি।
---------------------------------------------------------------------
No comments:
Post a Comment