Thursday, September 4, 2025

শ্রদ্ধাঞ্জলী

 শ্রদ্ধাঞ্জলী

কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৪-০৯-২০২৫।
---------------------------------------------

ফুলবাড়িয়ার মাটিতে জন্মেছিল যে আলো,
মানবতার পথে চলেছেন সহজ সরল ভালো।
তিনি ছিলেন দরদি, ছিলেন সেবক মহান,
জনতার হৃদয়ে লিখেছেন অমর দান।
যেন ভোরের শিশির ঝরে নরম ঘাসে,
তেমনি দয়া ঢেলেছেন তিনি প্রতিদিন ভরসায় হাসে।
যেন নদী বহে দানশীলতায়,
তেমনি ছিলেন তিনি সবার অন্তর নির্ভরতায়।
বিএনপির সভাপতি, ইউনিয়নের প্রাণ,
চেয়ারম্যান রূপে বুনেছেন মানুষের গান।

অসহায় মুখে ফুটিয়েছেন আশার হাসি,
সত্যের পতাকা হাতে ছিলেন দৃঢ়-অভ্যাসী।
কিন্তু আজ তিনি নেই—আকাশ ভেঙে পড়ে,
শোকের মেঘ নামে গ্রামের প্রতিটি ঘরে।

তার হাসি আজো দোলে স্মৃতির আঙিনায়,
যেন জ্যোৎস্না জ্বলে ভোরের বাগিচায়।
হে মহান প্রভু, নাও তাঁকে করুণা করে,
জান্নাতুল ফেরদৌসে রাখো চির ভরে।

আমরা অশ্রু ভেজা হৃদয়ে দিই প্রার্থনা,
তিনি থাকুন অমর আলোয়, চির কল্যাণে স্নিগ্ধগাথা।
আজকের এই শ্রদ্ধার্ঘ্য, এই অশ্রুভরা গান,
জননেতা ইউনূছ আলী মোল্লা—তুমি অমর দান।

তুমি থাকো চিরকাল মানবতার আলো,
তুমি আমাদের শ্রদ্ধাঞ্জলি—তুমি আমাদের ভালো।
--------------------------------

No comments:

Post a Comment