Thursday, September 4, 2025

মানবতার কুঞ্জ

 মানবতার কুঞ্জ

কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা।
রাওনাট,কপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৪-০৯-২০২৫।
---------------------------------------------
রাওনাট গ্রামে ফুটেছে পুষ্প, দীপ্ত জ্বালে প্রাণ,
মানবতার কুঞ্জে জাগে উদার কল্যাণ।
অবহেলার আঁধার ভেঙে দাঁড়িয়েছে তারা,
বড় ভাইয়েরা জ্বালিয়েছে আশার জ্যোতিধারা।

আজগর ভূঁইয়া দীপ্ত তারা, আলোকময় মুকুর,
দাউদ মোল্লা গাইছে গানে মানবতার সুর।
ফজলুল কবির বুকে সাহস, হাদিউল দীপালি,
কবির সরকারের ডাক—মানব হোক খেয়ালি।

মামুন পালোয়ান শক্তির মন্ত্র,
তোফাজ্জল মাষ্টার বিদ্যার কেন্দ্র।
আলী আশরাফ, মোবারক ভূঁইয়া—
দিচ্ছে আলো সবার বুকে স্নিগ্ধ শাশ্বত দিয়া।

বন্ধু মস্তফা, আনোয়ার, রফিকুলের ডাকে—
মানবতার জোয়ার ওঠে মমতার ঝাকে।
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সব,
এ কুঞ্জে মিলেছে তারা—ভালোবাসার রব।

না আছে হানাহানি, না দ্বন্দ্বের ছায়া,
শান্তির আলোয় ভরে যায় সোনার মায়া।
দিনমজুর, কৃষক, শ্রমিক, নেতা, সুধীজন,
সবাই গাইছে একসাথে মানবতার সন।

"মানুষ মানুষের তরে"—এই শাশ্বত বানী,
পবিত্র কুঞ্জে জ্বলে অমৃতের পানি।
রাওনাট গ্রাম আজ পৃথিবীর আলো,
মানবতার কুঞ্জে মিশে আছে ভালো।

এসো সবাই, এসো বন্ধু, মানবতার মেলায়,
সাড়া দেও কুঞ্জের ডাকে—শান্তির বীজ বেলায়।
ভাই-বোন, তরুণ, প্রবীণ—একসাথে করো গান,
মানবতার কুঞ্জে এসো, গড়ো সোনার প্রাণ।
-------------------------------------------

No comments:

Post a Comment