Saturday, September 6, 2025

ড. মনিরুল আলম সরকার

 ড. মনিরুল আলম সরকার

কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা
তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
রাওনাট গ্রামের প্রান্তরে, হাবিবুল্লাহ সরকারের পুত্র,
জন্ম হলো আলোয় ভরা, জ্ঞানের মুক্ত আকাশপুত্র।
শৈশবের দিনগুলো সোনালী, মাঠে ঘাসে খেলা,
জ্ঞানলিপির পথে ছড়াল প্রথম দ্যুতি, প্রথম হেলকা।

ঢাকা বিশ্ববিদ্যালয় (B.Sc. ১৯৮২) তাঁর প্রথম আশ্রয়,
M.Sc. ১৯৮৪–এ জ্ঞানবীজ বোনা উঁচু প্রাসাদ।
সংখ্যার রাজ্যে পেলেন অনন্ত প্রেরণা,
সূত্রের ছন্দে ছড়াল জীবনের ধ্রুব স্রোতা।

বেলজিয়ামের দেশে (M.Stat. ১৯৮৭) গেলেন দূর প্রবাসে,
পরিসংখ্যানে খুঁজলেন জ্ঞানের ভাষা।
সংখ্যার স্রোত, তত্ত্বের মধুর গান,
প্রকৃতির ছন্দে মিলল বিজ্ঞানমান।

দক্ষিণ কোরিয়ার তটে (Ph.D. ১৯৯২),
Pukyong National University-এর ঘরে খুঁজলেন প্রজ্ঞা।
Numerical Heat Transfer, Cooling Tower Computation—
মহাকাব্যের থিম, বিজ্ঞান ও বাস্তবের সংযোজন।

MHD, convection, fin, wavy cavity—
প্রকৃতির গোপন রহস্য তিনি প্রকাশ্যে আনেন ধৈর্য্যে।
সংখ্যার ছন্দে, স্রোতের গান,
তাপ স্থানান্তরের রূপক, বৈজ্ঞানিক মান।

২০০০ সালে দেশে ফিরে আসেন নতুন প্রভাতে,
BUET-এর প্রাঙ্গণে পেলেন জ্ঞানের বাতাসে।
অধ্যাপক হলেন, শিক্ষাদান করলেন প্রাণে,
অঙ্কের জগতে জ্বালালেন জ্ঞানের প্রদীপ মহান।

২০১৩ সালের ১ অক্টোবর, গৌরবের দিন,
বিভাগীয় প্রধান হলেন গণিতের প্রাঙ্গণ।
দুই বছর টানা নেতৃত্বদান,
২০১৫ সালের ২ অক্টোবর শেষ হলো সেই প্রাণধন।

গবেষণার পথে ক্লান্তি নেই কোনো,
৫৭টি প্রবন্ধে রেখেছেন জ্ঞানের সোনালী ধ্বনি।
Elsevier-এ ২০২১ সালে জ্বলে,
“Impact of Undulation…” পত্রে আলো ঢলে।

৬৬৮ উদ্ধৃতি তাঁর কীর্তির চিহ্ন,
Fluid Dynamics, Heat Transfer—অমর সঙ্গীত।
বাংলাদেশের নাম ছড়াল দিগন্তে,
তিনি অঙ্কশিল্পী, জ্ঞানের মন্ত্রে।

বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির নেতা,
LM 129 নম্বর স্থায়ী পরিচয় তাঁর প্রেত।
MIST-এ ২০২২ সালের সেমিনারে,
Engineering Mathematics-এর আলো ছড়াল খোলা প্রাঙ্গারে।

পুরস্কার, ফেলোশিপ, অনুদানের দানে,
শিক্ষার্থীদের স্বপ্ন সাজালেন প্রাণে।
প্রতিটি সংখ্যা, প্রতিটি সূত্র,
শিক্ষা ও গবেষণার পথপ্রদর্শক হ্রদ।

সূত্রের রেখায় খুঁজে পেলেন সত্যের আলো,
গণিতের ছন্দে ঝরালেন রূপকের ঝলক।
প্রকৃতি, স্রোত, তাপের ছন্দে মিল,
সমীকরণে জীবনের স্বপ্ন ভরল।

বুয়েট প্রাঙ্গণে শিখিয়েছেন অনেক প্রজন্মকে,
শিক্ষার আলো ছড়ালেন সারাবিশ্বে।
অধ্যাপক, গবেষক, গাইড, নেতা—
সব ভূমিকায় তিনি অনন্য।

গবেষণা, প্রকাশনা, থিসিস, সমাবেশ,
সকল কর্মকাণ্ডে রেখেছেন স্বচ্ছ প্রেরণা।
জ্ঞান, সেবা, অধ্যবসায়, ধৈর্য—
ড. মনিরুল আলম সরকারের জীবন অমর, অদম্য।

আজও তিনি হাতে ধরেছেন জ্ঞানের প্রদীপ,
প্রবাহিত করছেন আলো নতুন প্রজন্মের মধ্যে।
সংখ্যা, সূত্র, মডেল, এবং থিসিসের গান,
রাওনাট গ্রামের কৃতি সন্তান—হাবিবুল্লাহ সরকারের পুত্র, অমর দীপ্তিমান।
-------------------------------------------------------------------

No comments:

Post a Comment