Saturday, September 6, 2025

ড. আমীর হোসেন

ড. আমীর হোসেন
কলমেঃ মোঃ আমিুনল এহছান মোল্লা
তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ওনাট গ্রামের কৃতি সন্তান, আশ্রাফ আলীর ছেলে,
ড. আমীর হোসেন, জ্ঞানের পথে সপ্ন মেলায় হেলে।
গাজীপুর ক্যান্টাসে, BOU-এর কক্ষে কর্মরত,
সহযোগী অধ্যাপক, আরবির জ্ঞান-মহলে প্রফুল্ল আলো ছড়ায়।

Al-Ijazah al-‘Aliyah, ১৯৮৬-এ মদিনা থেকে লাভ,
শিক্ষার জ্যোতি ছড়ালেন, জ্ঞানের পথে সব সময় প্রফুল্ল ধ্বনি।
লাখনৌ বিশ্ববিদ্যালয় থেকে এম.এ., ১৯৮৯-এ প্রথম শ্রেণী,
আরবির সাহিত্য–শিক্ষা ও গবেষণায় তার চিরন্তন প্রীতি।

পিএইচডি (আরবি ভাষা ও সাহিত্য), লাখনৌ ১৯৯৩-এ অর্জন,
শিক্ষা ও গবেষণার দীপ জ্বলে, সমর্পিত জ্ঞান বিনিয়োগ।
Kamil, ১৯৭৮ সালে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড থেকে,
Fazil, ১৯৭৬; Alim, ১৯৭৩; Dakhil, ১৯৭১–প্রথম শ্রেণীতে চিহ্নিত তাঁকে।

মাদক আসক্তির কারণ ও প্রতিকার চিন্তা–ইসলামী দৃষ্টিতে ২০১৮,
Teaching Speaking Skill at University Level, গবেষণা ২০১৮।
মুসলিম উম্মাহর সমস্যা ও উত্তরণ ভাবনা প্রকাশ ২০০৬-এ,
কবি হাফিজ ইবরাহীমের কবিতায় জাগরণের আলো ২০০৬-এ।

জীবনদর্শন হিসেবে ইসলামি শরীআতের উৎকর্ষতা ২০০৫-এ,
তাদরিসু মাহারাতিল কালাম ফি বাংলাদেশ–DU Journal ২০০৫-এ।
মহানবী হযরত মুহাম্মদ (সা) ও ব্যবহারিক বিজ্ঞান–২০০৪,
নারী অধিকার, ইসলামি অর্থব্যবস্থা, সামাজিক অবক্ষয়–সবই তাঁর গবেষণার আলো।

দূরশিক্ষণ পদ্ধতিতে ভাষা শিক্ষার কৌশল বিকাশ,
আধুনিক আরবি ও ক্লাসিক সাহিত্য–উভয়ের সমন্বয় প্রীতির আশ্বাস।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক,
গাজীপুর ক্যান্টাসে কর্মরত, জ্ঞানের দীপ প্রজ্জ্বলিত।

রাওনাটের কৃতি সন্তান, জনাব আশ্রাফ আলীর ছেলে,
ড. আমীর হোসেন সরকারের জীবন–বিদ্যার দীপে অম্লান আলো খেলে।
-------------------------------------------------------------------

No comments:

Post a Comment