মুক্তিযোদ্ধা ওবায়েদ উল্লাহ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লাতারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
********************************************
শীতলক্ষ্যা তীরে এপ্রিল ১৯৭১ এ,
পাক হানাদার আসে কাপাসিয়ার পাটে।
ওবায়েদ উল্লাহ নেতৃত্বে দাঁড়ায়,
প্রতিরোধের শিহরণে জয় লেখা যায়।
তরগাও গ্রামের বীর, মুক্তিযোদ্ধার পাথেয়,
মুক্তিযুদ্ধের সাহসে জমে প্রান্তর ময়।
নদী, মাঠ, বাঁশের গোপন ঘাঁটি,
সেনাদের ভয় দেখায় সম্মুখ যুদ্ধে তার পাটি।
২৪ নভেম্বর কাপাসিয়া মুক্ত হলো,
অপরাজেয় মন, অটল চেতনা জ্বলো।
নগাজীপুরেও নজর ছিল আলাদা,
মুক্তিযুদ্ধের সংগঠন গড়ে ওঠে সুগভীর ছায়া।
স্বাধীনতার পর এমপি নির্বাচিত হলো,
গাজীপুর-৪ আসনে দেশের জনতার মন জিতলো।
জাতীয়তাবাদী দলের নেতা, দায়িত্ব পালন করে,
কাপাসিয়ার মাটি গর্বে রাঙানো চিরকাল বুকে ভরে।
শত্রু থেমে গেলেও বীরত্ব থামে না,
সেনারা কাঁপে, স্বাধীনতার পতাকা উড়ে উঁচু।
ওবায়েদ উল্লাহর নাম ইতিহাসে চিরকাল বহলো,
মুক্তিযোদ্ধা, নেতা, এমপি—সম্মানিত থাকো।
------------------------------------------------------------------
No comments:
Post a Comment