অধ্যাপক ড. একেএম গোলাম হোসেন
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
********************************************
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাসন-রাজনীতির দীপ্ত প্রহরী,
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রণেতা, সাধারণ সম্পাদক উজ্জ্বল তবকী।
বর্ণাঢ্য জীবনের পথে জ্ঞান-বিজ্ঞান ছড়িয়ে দিয়েছেন তিনি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে রেখেছেন চিরন্তন দৃষ্টি।
১৯৮৪ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি অর্জন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল: একটি রাজনৈতিক বিশ্লেষণ” বিষয় অনন্য প্রজ্ঞা।
দেশ-বিদেশে প্রকাশিত ৩১টি গবেষণাপত্র, আলো ছড়িয়ে যায় পথে,
রাজনীতি, শিক্ষা, সমাজ—সকল ক্ষেত্রে শিক্ষার দীপ্তি মেলে প্রতিটি চেষ্টায়।
১৯৮৮ সালে “জেনারেল জিয়াউর রহমান এবং বিএনপি”, প্রকাশিত মহত্ত্ব,
সিভিল বাংলাদেশে সামরিক সম্পর্ক ১৯৯১ সালে তুলনামূলক চিত্র।
বাংলাদেশ: সরকার ও রাজনীতি ১৯৯২ সালে,
স্থানীয় শাসন ও দারিদ্র্য হ্রাস ২০০৭ সালে—সমাজে প্রদীপ প্রজ্জ্বলিত।
শিক্ষা ও গবেষণার জন্য ভ্রমণ করেছেন বিশ্ববিখ্যাত দেশগুলিতে,
গ্রেট ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি—জ্ঞানভাণ্ডার বিশাল।
ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, হল্যান্ড, সুইডেন, ডেনমার্ক,
সংযুক্ত আরব আমিরাত, ভারত, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর—প্রজ্ঞার অমরাঙ্ক।
বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে অবদান রেখেছেন তিনি,
১৯৯২-১৯৯৩ সেশনে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং বোর্ডে।
১৯৯২-১৯৯৬ সেশনে সংস্কৃতি মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটি,
১৯৯৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক—শিক্ষার দীপ্তিময় শিখা।
১৯৯২ সালের জুলাই থেকে ১৯৯৩ সালের এপ্রিল—আল-রেরুনী হলের প্রাধ্যক্ষ,
১৯৯০ সালের আগস্ট থেকে ১৯৯৩ সালের এপ্রিল—বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বপালক।
১৯৮৮ সালের নভেম্বর থেকে ১৯৯৭ সালের ডিসেম্বর সহযোগী অধ্যাপক,
১৯৮৫ সালের অক্টোবর থেকে ১৯৮৮ সাল—সহকারী অধ্যাপক, জ্ঞানময় ধ্রুবতারা।
২০০২ সালে জাবির প্রক্টর হিসেবে দায়িত্ব পালন,
১৯৮৪ সালের অক্টোবর থেকে ১৯৮৫ সালের এপ্রিল গবেষক—শুধু তর্ক নয়, কর্মপ্রেরণা।
১৯৮৬-১৯৯৭ সেশনে সিনেটে সদস্য, বিশ্ববিদ্যালয়-জীবন উজ্জ্বল আলো,
শিক্ষাগত দিক থেকেও স্বয়ংসম্পূর্ণ, মেধা ও সততার মিলন চিরন্তন।
মাধ্যমিক ১৯৭০ সালে কাপাশিয়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু,
উচ্চমাধ্যমিক ১৯৭২ সালে কাপাশিয়া কলেজে জ্ঞানচর্চার শুরু।
ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১৯৭৫ সালে ৪র্থ স্থান অর্জন,
মাস্টার্স ১৯৭৬ সালে পাস, প্রতিভা ও শ্রমে জ্ঞান-বিশ্ব জুড়ে আলো।
ক্যালিফোর্নিয়া, হেইদেলবার্গ—বাংলাদেশ রাজনীতি ও উন্নয়ন কোর্স,
SOAS লন্ডন, Kobe Gakuin Japan, Berlin Humboldt, Erfurt, Freiburgh—উপস্থাপনা।
Rajasthan, Connecticut University—অতিথি বক্তা হয়ে জ্ঞান ছড়িয়ে,
বিশ্বজুড়ে প্রজ্ঞা ছায়া, শিক্ষার দীপ্তি মেলে অমলিন রাশ্মিতে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গাজীপুর যাত্রা,
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যু দেখা।
মঙ্গলবার দুপুরে কাপাসিয়ার তরগাঁও গ্রামে দাফন, পরিবার-গ্রাম মিলিত,
উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী জানাজায় উপস্থিত, শেষকৃত্য সম্পন্ন—চিরন্তন স্মৃতিতে ঢলে।
জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম পূর্ণাঙ্গ কমিটির সাধারণ সম্পাদক,
জীবন থেকে বিদায় নিলেন ৫৯ বছরে, স্মৃতিতে থাকবেন চিরন্তন দীপ্তি,
জ্ঞান, সততা, শিক্ষা—সব মিলিয়ে গড়ে তুলেছেন অনন্য প্রতিভা,
শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবেন সব প্রজন্মের হৃদয়ময় দৃষ্টিতে।
--------------------------------------------------------------------------
No comments:
Post a Comment