Saturday, September 6, 2025

মোঃ রেজাউল করিম ভূঞা

 মোঃ রেজাউল করিম ভূঞা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ০৬-০৯-২০২৫ ইং
রাওনাট, কাপাসিয়া, গাজীপুর।
********************************************
চাঁদপুরের বড়পুশিয়ায়, জন্ম নিল এক জানুয়ারি প্রভাতে,
উজ্জ্বল আলোয় ভরে গেল জীবন, ১৯৪৮ সালের সেই রাতে।
পিতা আলহাজ্ব আব্দুর রহমান, মর্যাদার মানুষ সজ্জন,
ছেলের পথচলার আলো জ্বেলে, করলেন সর্বদা অনুপ্রেরণ।

শিক্ষার আলোয় খুঁজে বেড়ালেন, কাপাসিয়া হাইস্কুলের প্রাঙ্গণে,
১৯৫৭ সালে ভর্তি, বিদ্যার সঞ্চার হলো প্রাণঙ্গনে।
ম্যাট্রিকুলেশন ৬৩ সালে পাস, জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ হলো,
নরসিংদী কলেজে উচ্চ মাধ্যমিক, দীপ্তি ছড়াল শিক্ষার আলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক, জ্ঞানের সাগর ভেসে গেলেন,
পরবর্তীতে এল এল বি ডিগ্রী, আইনজীবি পথেই মেলালেন।
ছাত্রজীবনে নেতা, ভিপি নির্বাচিত, মানুষের মাঝে জাগ্রত,
সত্য ও ন্যায়ের দীপ জ্বালালেন, অন্ধকারের মধ্যে উদ্ভাসিত।

মানবিক হৃদয়, নম্র ভদ্রতা, সবার প্রিয় বন্ধু ছিলেন,
অনলবর্ষি বক্তৃতায় দীপ্তি, জনতার মন ভরে যেতেন।
রাজনীতিতেও সক্রিয় ছিলেন, বিএনপির পথে চললেন,
বিরোধী দল বয়কট করলে স্বতন্ত্র প্রার্থী হ’লেন।

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত, কাপাসিয়ার গর্বিত কোল,
পরে যোগ দিলেন জাতীয় পার্টি, সংসদ প্রতিদ্বন্দ্বিতা তোলো।
মানবতার দীপ্তি ছড়ালেন, মানুষের অধিকারে প্রতিশ্রুত,
ভালোবাসা আর সম্মান ভরে, স্মৃতির পটে চিরস্থায়ী রাখুত।
২০০৩ সালে চলে গেলেন, কিন্তু স্মৃতি চিরন্তন থাকলো,
প্রভূ জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন প্রার্থনা রইলো।
-------------------------------------------------------------------------

No comments:

Post a Comment