রক্তচক্ষু
কলেমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লারাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------------
রক্তচক্ষু জ্বলে, আগুনের দীপ্তিতে দগ্ধ,
ভয়ঙ্কর শক্তি বাজায় অশ্রুধারার ঝঞ্ঝায় ঘূর্ণ্ধ।
কণ্ঠরোধে নিভৃতে দাঁড়ায় নীরব রাজনা,
জাতি নদীর কূলহীন স্রোতে নিমজ্জিত, বেদনায় ভাসা।
কালো বংশধরের উত্থানে পেশী দাঙায়,
কেউ কিছু বলে না, সবাই ভয় ও স্তম্ভিত চায়।
বাংলার অলি-গলি রক্তের গঙ্গা,
কাণ্ডারী নিশ্চুপ, ন্যায়ের নয়গঙ্গা।
বৈষম্যের পর্বত গজিছে পদে-পদে,
ছলনার প্রতিধ্বনি অন্তরে বাজে, হৃদয় খাপে।
মীরজাফরের রক্ত প্রবাহ রাষ্ট্রযন্ত্রে ধীরে,
সমাজে সংঘাত, দ্বন্দ্ব, হানাহানি অখণ্ড ভীরে।
অন্ধকারের দিকে ছুটছে প্রিয় বাংলাদেশ,
অধিকার, স্বাধীনতা আজ লোভী স্বার্থের ত্রেশ।
সত্যকে সত্য বলতে জানে না নিমুখ জাতি,
ভয়ঙ্কর সংকেত বাজে, বিপদ ঢেকে রেখেছে খাঁটি।
রক্তচক্ষুর দীপ্তিতে জ্বলে বিদ্রোহের আগুন,
নীরবতা ভাঙে, ভয়ঙ্কর চিৎকারে বাজে দাগুন।
অত্যাচার, অন্যায়, প্রতারণার চক্রবৃদ্ধি,
জাতির হৃদয় ক্রন্দন করে, হাহাকার ছড়ায় নিঃশব্দি।
আজ আর নীরব থাকা যাবে না,
ন্যায়ের তলোয়ার হাতে, অগ্নি হৃদয়ে ঝড় রবে।
বিপ্লবের বাণী ছড়াক শহরে-শহরে,
রক্তচক্ষু জ্বলে, তাড়াক জালিমদের খোঁজে।
উচ্চস্বরে গর্জে উঠুক রক্তচক্ষু,
বিদ্রোহের দীপ জ্বলে, কুপ্রবৃত্তি হয় ধ্বংসিত।
বঞ্চনার চাবুক ভেঙে, জাতি উঠে দাঁড়াক,
অধিকার, স্বাধীনতা জেগে থাক, দেশ হোক উদ্দাম।
হায়! কত শোষণ, কত অন্যায়, কত দুর্নীতি,
রক্তচক্ষু দেখে, শোনে, প্রেরণা পায় নবজ্যোতি।
আজ জাতি জেগে উঠুক, অন্ধকার দূর হোক,
বিপ্লবের ঝড়ে দেশ পরিশুদ্ধ হোক, মুক্তি ভরোক।
রক্তচক্ষু দ্যুতিতে বিদ্রোহী শূন্য ভাঙুক,
সত্যের বিজয় ঘণিষ্ঠ হোক, জয়ধ্বনি বাজুক।
হৃদয় চূড়ান্ত জ্বলে, বীজ বপন হোক মুক্তির,
রক্তচক্ষুর দীপ্তি ছড়াক, বিজয় হোক জাতির।
--------------------------------------------------------
No comments:
Post a Comment