বর্বরতা
কলেমেঃ
মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------------------
আমি দেখেছি বর্বরতার নৃত্য,
দেখেছি সভ্যতার গর্ভে রক্তাক্ত মৃত্যুর দিত্ত।
মানুষ! না, হায়েনা দাঁত খিঁচিয়ে হেসে ওঠে,
লাশের গন্ধে উল্লাস করে মৃত্যুর মহোৎসবে।
হায়!
এ কিসের যুগ?
জাহেলী অন্ধকারে ফেরা এক বন্যা বন্যা
ঢেউ,
মানবতা রুদ্ধশ্বাসে কাঁপে,
মনুষ্যত্ব মরে যায় পশুত্বের খাপে।
যেখানে
পাতাকায় লেখা থাকার কথা শান্তির গান,
সেখানে খোদাই হলো হিংস্রতার দানবীয় বানান।
যেখানে মুক্তির আলো ঝলমল করে ওঠার কথা,
সেখানে ঝরে আগুন, রক্ত, বর্বরতার ব্যথা।
কে
পাপী? কে পূণ্যবান?
অন্ধ জাতি আজ ধরে বিচার
প্রভূর স্থান।
বিধির বিধান তুচ্ছ হয় দুঃসাহসে,
অসভ্যতার জয়গান গেয়ে ওঠে দম্ভে!
সভ্যতা
কাঁদে, রক্তধারায় ডুবে যায়,
মানবতা আর্তনাদে ভেঙে যায়।
লাশ পোড়ার ধোঁয়া কালো করে আকাশ,
জ্বলে ওঠে মানুষ নয়—দেবদারু নয়—
জ্বলে ওঠে সভ্যতার লাশ!
আমি
বিদ্রোহী!
আমি ভাঙব এই বর্বরতার শৃঙ্খল,
আমি জ্বালাব মানবতার অগ্নিশিখা অনল।
বাঁধ ভেঙে আসব ঝঞ্ঝা হয়ে,
হিংস্রতার বুকে গর্জে উঠব বজ্রকণ্ঠ হয়ে।
আমি
গাইব আলো, আমি গাইব শান্তি,
আমি ভাঙব অজ্ঞতার সর্বনাশের কান্তি।
সভ্যতার মশাল হাতে, আমি আসব বিদ্রোহী প্রাণে,
বর্বরতার নিশান ছিঁড়ে ফেলব বজ্র ঝড়ের টানে।
আমি
ভয় পাই না, আমি থামি না,
রক্তস্রোত ছিঁড়ে আসি বজ্রেরই ধ্বনি হয়ে।
যতদিন হায়েনার হুঙ্কার বাজে এ ভুবনে,
ততদিন বিদ্রোহী আমি অমর হয়ে রইব রক্ত-জ্বালায়,
মানবতার জয়গান গাইব বজ্র গগনে!
--------------------------------------------------------
No comments:
Post a Comment