Thursday, September 4, 2025

হে তরুণ নেতা

 হে তরুণ নেতা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************
হে তরুণ, জাগো—মানব মুক্তির ঝড়ে দগ্ধ হয়ে,
সত্যের শিখা ধারাও, আঁধারের নদী ভেঙে, নির্ভয়ে।
হীন মন্যতার কুয়াশা ছেড়ে দাও শাসনে,
তোমার হৃদয় গড় আগুনের দীপ্ত প্লাবণে।

হিংসার কবর বোনা ধূলিতে মিলিয়ে দাও,
মুক্তির চেতনা বুনি জাতির স্বপ্ন সাজাও।
দম্ভ অহংকার দাও তীব্র আগুনে পোড়া,
চির আদর্শের পতাকা উড়াও এই বসুন্ধরা।

চাঁদাবাজি, হানাহানি, রাহাজানি মুছে ফেলো ধরণীতে,
নেতৃত্ব করো উদার, সহমর্মিতার ভঙ্গিতে।
হে তরুণ নেতা, তুমি জনতার আশা,
উজ্জ্বল নক্ষত্র, পথ প্রদর্শকের দিশা।

মানবতার ধারক-বাহক হোক তোমার বাণী,
অন্যায়ের জালে হোক না কখনো প্রাবণী।
চাঁদের পূর্ণিমা হোক তোমার দৃষ্টিতে,
শুভ্রতা হোক পদচিহ্নে, অমলিন দীপ্তিতে।

সত্যের ঢেউ হোক তোমার বাণীর ঝরনা,
নির্ভয়ে এগিয়ে চলো, ভয় যেন না পায় প্রবাহ।
বটগাছের মতো স্থির, ঝড়েও নড়ি না,
ছায়া দাও শান্তি, আনন্দের গান বাজাও।

হে তরুণ নেতা, চিরকাল হোক তোমার যাত্রা তেজস্বী,
তুমি হোক মানুষের আশা, পূর্ণিমার চাঁদ উজ্জ্বল ও দীপ্তিময়ী।

--------------------------------------------------------


No comments:

Post a Comment