Thursday, September 4, 2025

দূর্গাপুরবাসীর প্রত্যাশা

 দূর্গাপুরবাসীর প্রত্যাশা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
দূর্গাপুরের মাটিতে উঠুক বজ্রের ডাক,
আসুক সত্যের অগ্নি-শিখা, আলোর আলোকে ফাঁক।
তরুণ নেতা মাসুম আজ—
অন্যায়ের বুকে ঝড়ের সাজ!

দূর্গাপুরবাসীর প্রত্যাশা—
সে হবে সৎ, সে হবে নিভীক,
মিথ্যার অন্ধকার ভেঙে দেবে,
সত্যের দীপ জ্বালাবে ঠিক।

না, সে মাথা নত করে না চাঁদাবাজির কাছে,
না, সে ভেসে যায় না মদ-জুয়ার নেশার নাচে।
না, সে ভীত নয় ফ্যাসিবাদের হুঙ্কারে—
সে বজ্র, সে অগ্নি, দাঁড়ায় সগর্বে!

তবু নয়নে তার করুণার শিশির ঝরে,
দুঃখীর প্রাণ জুড়ায় সেবার ঘরে।
সে বলে—
"হিংসার জবাব প্রতি-হিংসা নয়,
ঐক্যের গানেই জীবনময়।"

সে গড়ে তোলে সোবার প্রতিষ্ঠান,
আলোকিত করে তরুণ প্রাণ।
যেখানে ভাঙে নেশার বাঁধন,
জাগে সেবার শপথ, সাম্যের বন্ধন।

সে ভাঙে ঘুটিবাজি, চালবাজির খেলা,
গড়ে তোলে ভালোবাসার মেলা।
ছোট বড় মিলে মিশে যায়,
দূর্গাপুরের প্রাণে আলো ছড়ায়।

মুক্তিযুদ্ধের পক্ষে সে,
স্বদেশপ্রেম তার রক্তে বয়ে যায়।
সত্যের অমর প্রদীপ হয়ে
দূর্গাপুরের আকাশ জুড়ে জ্বলে রয়!
--------------------------------------------------------

No comments:

Post a Comment