দূর্গাপুরবাসীর প্রত্যাশা—
- মোঃ আমিনুল এহছান মোল্লাদূর্গাপুরের আকাশে বজ্রের ডাক,
সত্যের অগ্নি জ্বলে ভোরের আলোয় ভাসাক।
মাসুম নেতা তরুণ আজ—
অন্যায়ের ঘরে ঝড়ের ফাঁজ!
দূর্গাপুরবাসীর কণ্ঠে প্রত্যাশার সুর,
সে হবে সৎ, নির্ভীক, সব বিভ্রান্তির দূর।
মিথ্যার আঁধার ছিন্ন করে
সত্যের দীপ জ্বালাবে দূর্গাপুরে পূর্ণ করে!
সে মাথা নত করে না চাঁদাবাজির কাছে,
সে ভেসে যায় না মদ-জুয়ার কালো নেশা রচে।
সে ভয় পায় না ফ্যাসিবাদের হুঁশিয়ারিতে,
সে বজ্র, সে অগ্নি, দাঁড়ায় জনতার সাঁড়িতে।
তবু নয়নে শিশির, দুঃখীর বুকে আলো,
মমতার স্রোত বয়ে দেয় সে, সেবার চাবি খোঁলো।
সে বলে—
"হিংসার জবাব প্রতি-হিংসা নয়,
চির ঐক্যের গানেই জীবন জয়!"
সে গড়ে তোলে সোবার মূলক প্রতিষ্ঠান,
যেখানে হাসে দুঃখীর ক্রন্দন সেবার দান।
যেখানে তরুণেরা শিখে আলোর পথে,
সাম্য-ঐক্য মিলায় জনতার মন জুড়ে।
ঘুটিবাজি, চালবাজি, দলাদলির খেলা,
সে ভাঙে সব, গড়ে তোলে ভালোবাসার মেলা।
অহংকার ভুলে ছোট-বড় মিলে মিশে যায়,
দূর্গাপুরের প্রাণে প্রাণে শান্তি ছড়ায়।
মুক্তিযুদ্ধের শপথে সে অনড়,
সত্যের অমর প্রদীপ, অন্যায়ের প্রতিরোধক।
দূর্গাপুরবাসীর প্রত্যাশা—
তুমি হবে সৎ, নির্ভীক নেতা, মানুষের বন্ধু,
চির সাম্যের প্রলয়-সেনানী!- প্রেমের সিন্ধু।
No comments:
Post a Comment