এক সোনার প্রতীক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
কাপাসিয়ার মাঠে জন্ম নিল আলো ও তেজে,
ডাঃ সানাউল্লাহ (জন্ম: অজ্ঞাত, মৃত্যু: ২৫ জুন ২০১৭)—
চিকিৎসা ও রাজনীতির এক অভিসিদ্ধ মেষে।
গাজীপুরের গাছের মতো দৃঢ় তাঁর সংকল্প,
মুক্তিযুদ্ধের ধূসর আকাশে জ্বলেছে হৃদয়-উৎসর্গে অন্তরঙ্গ।
১৯৭১ সালের ঝড়ে, স্বাধীনতার স্রোত বহে,
প্রথম প্রধানমন্ত্রীর বন্ধু, ইতিহাসে অমলিন চিহ্ন রেখে।
১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি, সংসদে পদার্পণ,
ঢাকা-২২ (বর্তমান গাজীপুর-৪) আসনে বিজয় ছিনিয়ে আনলেন অনুপ্রেরণ।
সংসদে বক্তৃতায় যেমন বাতাসে নীরব ফুলের গন্ধ,
তেমনি শক্তিশালী, অটল—যেন পাহাড়ের প্রাচীর-বন্ধ।
কাপাসিয়া কলেজের ইটে ইটে পরিশ্রমের ছাপ,
জ্ঞান-প্রকাশের সুবাস ছড়ায় চারপাশে এক অনন্য আভাপ।
রাজনীতির ঝড়ে দাঁড়িয়েছেন অটল বৃক্ষের মতো,
প্রজাদের স্বপ্ন রক্ষা করেছেন নদীর নীরব স্রোতের মতো।
প্রকৃতির গহন অলঙ্কারে—পাতা, নদী, পাহাড়, বাতাসের সাথে,
ডাঃ সানাউল্লাহ-এর জীবন জ্বলেছে চিরন্তন আলোতে।
মেজর (অবঃ) শফিউল্লাহ মিঠু, কৃতী সন্তান, ধ্রুবতারা,
বাবার পথে এগিয়ে যায়, যেন ইতিহাসের প্রতিফলিত তারা।
মুক্তিযুদ্ধের স্মৃতি তাঁর সাহসের দ্যুতি,
বাঙালির হৃদয়ে জ্বলে চিরস্মরণীয় প্রতিফলন-মুতি।
চিকিৎসায় সহানুভূতি, রাজনীতিতে দৃষ্টান্ত,
ফুলের সুবাসের মতো ছড়িয়েছে তাঁর গুণের তান।
মৃত্যুর পরও স্মৃতি উড়ে বেড়ায় আকাশের রঙিন পরী,
জন্মস্থান কাপাসিয়ার মাটিতে অমলিন হয়ে আছে তাঁর পীড়ী।
প্রজাদের হৃদয়ে তাঁর নাম চিরকাল জ্বলুক দীপ্তি,
যেন সূর্যোদয়ের রশ্মি, অন্ধকার ভেঙে আনে নতুন দিপ্তি।
ডাঃ সানাউল্লাহ—চিকিৎসা ও নেতৃত্বের এক সোনার প্রতীক,
প্রকৃতি, ইতিহাস, সন্তান—সব মিলিয়ে জীবন তাঁর এক দ্যুতি-শ্রুতিক।
--------------------------------------------------------
No comments:
Post a Comment