Thursday, September 4, 2025

ফকির মান্নান শাহ–অমর নাম

 ফকির মান্নান শাহ–অমর নাম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
ঘাগটিয়ার মাটিতে জন্ম, জানুয়ারির ভোরের আলোয়,
ফকির মান্নান শাহ এসেছে, ইতিহাসে অমলিন চিহ্ন ছোঁয়।
পিতা আব্দুল ওয়াহাবের ছায়া, মাতার নেছার কোমল আশ্রয়,
গ্রামের মাদ্রাসায় শিখা জ্বলে, জ্ঞানপানে মন ভরাল অমলধারায়।

মেট্রিকুলেশন ১৯২৫, ইন্টারমিডিয়েট ১৯২৭–এর ধ্রুব আলো,
১৯২৯–এর স্নাতক ডিগ্রি, ১৯৩৪–এ আইনময় জ্ঞানের পাল্লায় ভরা।
রাজনীতির পথে যাত্রা ১৯৩৬–এ, কৃষক প্রজা পার্টির আলোয়,
পাকিস্তান আন্দোলনে মুসলিম লীগের প্রতীক হয়ে আলো ছড়ায়।

১৯৪৬–এর নির্বাচন, এমএলএ প্রার্থী হয়ে জয়লাভ,
পূর্ববাংলা আইন পরিষদে ১৯৪৭–৫৪, জনকল্যাণে অদম্য ভাব।
১৯৫৩–৫৮ সাধারণ সম্পাদক, মুসলিম লীগের নেতৃত্বে দ্যুতি,
পরে ১৯৬৫–৬৯ কৃষি ও খাদ্যমন্ত্রী, দেশের কল্যাণে অঙ্গীকার মিঠা।

পরাজয়ও হয়েছে, ১৯৫৪–এ যুক্তফ্রন্টের তাজউদ্দীন আহমদের কাছে,
কিন্তু মনোবল অটল, ইতিহাসে লেখা, দেশের জন্য অমিয় দীক্ষা।
পরিবারে বয়ে গেছে গর্ব, তিন ছেলে, দুই মেয়ে–নিষ্ঠার চিহ্ন,
হান্নান শাহ–সাংসদ, পাটমন্ত্রী, সেনার অবসরপ্রাপ্ত সিংহ।

মেঝ ছেলে শাহ আবু নাঈম, সুপ্রিম কোর্টে আইনময় দৃষ্টি রাখে,
ছোট ছেলে মোবারক শাহ, যুক্তরাষ্ট্রে কর্মের আলো জ্বলে রাখে।
মেয়েরা–আনোয়ারা ইদ্রিস, বার এসোসিয়েশনের প্রথম নারী ভাইস চেয়ারম্যান,
ছোট মেয়ে আঞ্জুমান আরা বেগম মিনু, আন্তর্জাতিক গবেষণায় দীপ্তিময় প্রাণ।

১৯৯৩–এর ৩১ অক্টোবর, বিদায় নিলেন অমর জীবনের ছন্দে,
কিন্তু কর্মময় ইতিহাস, বাঙালি মনে অমলিন অমৃতবিন্দুতে।
ফকির মান্নান শাহ, দেশের জন্য অদম্য, জ্ঞান ও রাজনীতির নক্ষত্র,
পরিবারে প্রেরণা, সমাজে দ্যুতি–চিরকাল তার নাম অমলিন জ্বলন্ত।

নির্ভীকভাবে চলেছেন তিনি, প্রতিটি প্রতিকূলতায়,
দেশপ্রেমের প্রদীপ জ্বলে, অন্ধকারে দিশারী হয়ে।
মুক্তির স্বপ্ন বোনা, ন্যায়ের পথে অটল ধ্রুবতারা,
ফকির মান্নান শাহ–অমর নাম, হৃদয় জুড়ে চিরন্তনা।

--------------------------------------------------------


No comments:

Post a Comment