প্রথম প্রধানমন্ত্রী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ০৪-০৯-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্ম, ২৩ জুলাই ১৯২৫,
শীতলক্ষ্যা নদীর স্রোতের মতো শান্ত, মন তার ভেজ।
মৌলভী মুহাম্মদ ইয়াসিন খানের আদর্শে গড়ে ওঠা,
মেহেরুন্নেসা খাতুনের স্নেহে ঘেরা শিশুর চোখে আলো ভরা।
ভাই-বোনদের সঙ্গে কাটল শৈশবের দিন,
ভালবাসার আঁচলে বাঁধা জীবন যেন নদীর নিখিল ছিন।
ছোটবেলা থেকেই কোরআনের হাফেজ, আলোর পথে চলা,
শিক্ষার আকাশে জ্বলে ওঠে তার জ্ঞান-বুদ্ধির পোহরা।
ঢাকা কলেজে ম্যাট্রিক, ১৯৪৪–এর আকাশে,
ইন্টারমিডিয়েট ১৯৪৮, স্বপ্নের ডানা মেলে বাতাসে।
অর্থনীতিতে বিএ অনার্স, ১৯৫৩–এর সোনালি আলো,
জ্ঞানভান্ডার সমুদ্রের মতো, চেতনার নীল হাওয়ায় ভেলা।
আইন শিখল ১৯৬৪, ঢাকা বার অ্যাসোসিয়েশনে,
ন্যায়ের পথে হাঁটা, ঝড়-বাদলের মধ্যেও স্থির হৃদয়ে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৬৬–এর কিরণে,
সূর্যের মতো জ্বলল তার নেতৃত্ব, অন্ধকারের শিখরে।
১৯৭০–এর নির্বাচনে জনগণের ঢেউয়ে ভাসল সে,
ভোটের কাগজে লেখা ইতিহাস যেন নদীর প্রবাহে লেখা।
মার্চ ১৯৭১–এ পলায়ন ভারতে, আশ্রয়ে শরণ,
মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে ধরণ।
মুক্তিযুদ্ধের অনন্য সংগঠক, দেশপ্রেমে অটল,
বঙ্গবন্ধুর আদেশে স্বাধীনতার সপথে অমল।
শত্রুর আগ্রাসন বন্ধ করতে, ঢেউয়ের মতো সংগঠন করল,
জনগণের মনোজগতে স্বাধীনতার আলোক ঝড়োল।
স্বাধীনতার পর ১৯৭২–১৯৭৪ বাংলাদেশে,
দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দিলেন সাহসী পথে।
সংবিধান রচনায় কলম তার, গণতন্ত্রের কুম্ভে,
নতুন সূর্যোদয় যেন প্রকৃতির রোদের কোমল কুম্ভে।
১৯৭৪–এ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ধীর,
নির্লোভ জীবনযাত্রায় দেশপ্রেমে অমল, অদ্বিতীয়, নির্ভীক দীক্ষা।
১৫ আগস্ট ১৯৭৫, দেশের হৃদয় কেঁপে উঠল,
শহীদদের রক্তে লেখা স্বাধীনতার গীত ধ্বনিত হল।
৩ নভেম্বর ১৯৭৫–এ কারাগারে শেষ হল তার ধ্যান-চেতনা,
আত্মত্যাগের বাতাসে বাঙালি জাতি পেল স্বাধীনতার গান।
প্রকৃতির মতো বিশুদ্ধ, নদীর স্বচ্ছ জলে প্রতিফলন,
বাতাসে বাঁশির সুরে শোনা যায় তার অমর পদচিহ্নের গান।
শিশিরমুক্ত সকাল, চাঁদের নীরব আলোকচ্ছটায়,
তার স্মৃতি রোদে-মেঘে, বৃষ্টির ধ্বনিতে জেগে থাকে।
তাজউদ্দীন আহমদ, কাপাসিয়ার গর্ব, চিরকাল জাতির প্রাণে অমর দীপ্তি,
স্ত্রী জহুরা তাজউদ্দিনের স্নেহে গড়া সংসার, ছেলে-মেয়ের বিবাহিত জীবন রঙিন রেখা।
জাতির হৃদয়ে তিনি, নদীর ধারা মতো প্রবাহমান,
প্রকৃতির রূপক দিয়ে বাঁধা তার সাহসের কাব্যরেখা।
কাপাসিয়ার দরদরিয়া স্মৃতিতে রইল তার চিরন্তন গল্প,
মুক্তিযুদ্ধের অনন্য সংগঠক, কোরআনের হাফেজ,
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ,
চিরকাল আমাদের হৃদয়ে জীবন্ত আলো।
--------------------------------------------------------
No comments:
Post a Comment