হে দেশপ্রেমিক
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ২২-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
হে দেশপ্রেমিক, তুমিই জাতির শ্রেষ্ঠ সন্তান,
তোমার হাতেই রক্ষা পায় স্বাধীনতার সম্মান।
লাল-সবুজের অনুপম শোভা তুমি হে তাপস,
তুমিই নির্লোভ, নির্ভীক প্রাণ, দুরন্ত সাহস।
লক্ষ শহীদের রক্তমাখা দৃষ্টি-বিপ্লবী ধার,
তোমার মাঝে শুনি আজ সোনার বাংলা ঝংকার।
জাতির বিপদে আপদে জাগো দৃঢ় প্রাণ,
স্বাধীনতার তরে রাখো মুক্তিযুদ্ধের গান।
যতবারই শত্রুরা আসে ধেয়ে ভুমি লয়ে,
উঁচু শিরে দাঁড়াও তুমি, আপোষ নাই সয়ে।
তুমি সেই চেতনার উত্তরসূরী নয়ন,
স্যালুট! স্যালুট! তোমার প্রেমে ভাসে জীবন।
হে দেশপ্রেমিক, ব্যথা-ব্যাকুল কামনা জাতির,
লাল-সবুজে জাগো সদা মুক্তিযুদ্ধের ধ্বজাবাহির।
আজও বঙ্গে ষড়যন্ত্রে শত্রু আসে নির্মম,
তুমি তখন হও দুর্গসম বিপ্লবী অম্লান।
তুমি তীব্র তরঙ্গ হয়ে ওঠো ছলছল,
তোমারে পেয়ে ধন্য এই বাঙালি জনতল।
তুমি যদি না জাগো হে দেশপ্রেমিক! তবে হায়—
জাতি ডুবে যাবে ব্যথায়, মৃত্যুর ছায়ায়।
------------------------------------------------
No comments:
Post a Comment