Tuesday, August 26, 2025

রঙিন রক্তের স্পন্দন

 রঙিন রক্তের স্পন্দন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হইক শপথ! মুহুর্মুহু বিস্ফোরণে হবে না চৌচির!
যতই গর্জে উঠুক রক্ত চক্ষু বুক টান বঙ্গ প্রান্তর।
বীর যোদ্ধার তরঙ্গে তরঙ্গে নিমজ্জিত হবে শত্রুযান,
এ জাতি হয় না কভূ নতশির মুক্তি যুদ্ধের উদ্যান।

সাবধান! অসুর শক্তি ঢেলে দিচ্ছে ঠোঁঠ থেকে লাল,
এ প্রণয় -এ প্রেম- পবিত্র সতিত্বকে করছে কঙাল।
হিংস্র শুকুনের মতো মাংস খুঁড়ে নিচ্ছে অগ্নি অশনি,
লুট হয়ে যাচ্ছে একে এক লালসবুজের হীরেসোনামণি!

মনে হচ্ছে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে ঐতিহ্যের চাঁদ,
দিকে দিকে যেন নেমে এসেছে অন্ধকার তিক্ত স্বাদ!
খুব দ্রুত মনিল হয়ে আসছে স্বাধীনতার উদযাপন,
হে দেশপ্রেমিক তুমি কি বুঝবে না শুত্রুর আলাপন ?

যদি হেরে যায় মূল চেতনা জাতি হবে ঠান্ডা কফিন,
ফিরে এসো হে! জাগ্রত নিন্দ্রায় লাল সবুজের গান।
হইক শপথ! জাগ্রত নিন্দ্রায় রঙিন রক্তের স্পন্দন,
যতই গর্জে উঠুক রক্ত চক্ষু বুক টান রাত্রি চিরদিন।
-----------------------------------------------

No comments:

Post a Comment