Friday, August 22, 2025

স্বাধীনতার পরেও

 স্বাধীনতার পরেও

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ২২-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
মা তুমি স্বাধীন, তব স্বাধীনতা শুকায় হায়,
পরাজিত শক্তির মতো আজ করুণা গায়।
তরল কণ্ঠে বলি তুমি মুক্ত অমৃতের ফল,
তব স্বাধীন ছায়ায় জাগে স্বৈর-ফ্যাসিবাদের দল।

স্বাধীনতা নাই, অধিকার নাই, নেই প্রেমের গান,
দিকে দিকে ক্ষমতার সাধে ক্ষমতারই মান।
এমন দুঃখে মাতৃকোলে জাগে না যোদ্ধার জয়,
দেশদ্রোহী সাধনায় মাগো স্বাধীনতার ক্ষয়।

বৈষম্যের কুঞ্জে বসে কেমন গাঁথিবি মালা?
মা, তোর কপালে দেখি আজ মীরজাফরের জ্বালা।
মঞ্চে মঞ্চে মিথ্যা সুরে মুনাফেকির গান,
দংশিছে সর্বাঙ্গে মা—বিষবৎ নাগের দাহন।

স্বাধীনতার পরেও ভিক্ষার ঝুলি হাতে ধারি,
সত্য দাও, মুক্তি দাও—ডাকে জাতি ভারি।
মা তুমি স্বাধীন তব শয্যায় দুঃখের আগুন,
দেশদ্রোহী দুর্ণীতিতে ঝড় তুফান গুনগুন।

চাঁদাবাজ উল্লাসে উঠে ক্ষমতার অট্টালিকা,
মা, তব স্বাধীনতায় লেখা মৃত্যু-দণ্ডিকা।
দিকে দিকে ব্যাভিচারীর উলঙ্গ রূপ প্রকাশ,
স্বাধীনতার পরেও হারায় গণতন্ত্রের আশ।
---------------------------------------------

No comments:

Post a Comment