হে নেতা বন্ধু
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ২২-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************
---------------------------------------------
হে নেতা বন্ধু! বলো তুমি সত্যের বহ্নিবাণ,
ক্ষুধার্ত বুকে তব নও তুমি দেশদ্রোহী প্রাণ।
এত শক্তি, এত ক্ষমতা করো তুমি আত্মদান,
দেশপ্রেমিক দুরন্ত মহাবাহু মানবতার গান।
জানি হে তুমি ভয়হীন, দুর্বার এক কল্লোল,
বলো তুমি নও ক্ষমতায় বৈষম্যের হিল্লোল।
নেতা হয়ে গাও তুমি সাম্য ও ঐক্যের গীত,
হে নেতা বন্ধু! বজ্র কণ্ঠে গাও মুক্তির সংগীত।
যুদ্ধ এলেও হয়ো না তুমি ক্ষত-বিক্ষত আহত,
তুমি হও জনতার আশা, সুখ-দুঃখে চির সতত।
হে নেতা বন্ধু! তোমাতে চাই দেখি সুদৃশ্য ধরা,
সদ্যফোটা পুষ্পসম সুষমায় মহিমান্বিতা সারা।
ফ্যাসিবাদ, স্বৈরবাদ, চাঁদাবাজের যত গ্লানি,
বলো হে তুমি নও তার কান্ডারি, স্বাধীন তটনি।
হে নেতা বন্ধু! বাঁকা চোখে দেখো না ভিন্ন মত,
দল-মত-ধর্ম-বর্ণভেদে আনো চির ঐক্যের ভ্রত।
হে নেতা বন্ধু! হও তুমি জনতার নিরাপদ আশ্রয়,
তোমার দ্বারা ঘটবে না কভূ মাতৃভূমির ক্ষয়।
হে নেতা বন্ধু! হে বিরাট প্রাণ! হও জনতার জয়,
তোমার নেতৃত্বে চাই দেখি মুক্তির সূর্যোদয়!
---------------------------------------------------------
No comments:
Post a Comment