সূর্যের অশ্রু
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
কাঁদিতেছে সূর্য সন্তান বুক ভাসা অশ্রুজলে,
শত্রুরা আঁধার বুনে, চক্রান্তে দলবলে।
নীরব আকাশে ভয় ভাসে, মেঘ নাচে গোপনে,
বীরেরা দাঁড়ায় রণভূমে, অগ্নি হাতে বিপণে।
মায়ের চোখেতে ঝরে অশ্রু, শিশুর হাসি জ্বলে,
শপথের আগুন জ্বলে উঠে, ভাঙে শৃঙ্খল দলে।
শত্রুর কূটচাল গলে যাবে চেতনার অগ্নিতে,
রক্তে লেখা গাথা বাজে স্বাধীনতার সংগীতে।
তলোয়ার ঝলসে রণমাঠে অন্ধকার ভেদে,
উদিত হবে মুক্তির সূর্য, আলো ভেসে অবাদে।
স্বাধীনতার পথে ধ্বনিত বীরের মহা ধ্বনি,
শত্রুর ছায়া ভাঙবে চিরসত্যের আলোকরশ্মি।
শেষে ধ্বনিত গর্জন হবে বীরের কণ্ঠতলে,
ওরে কাঁদিতেছে সূর্য সন্তান বুক ভাসা অশ্রুজলে।
--------------------------------------------------
No comments:
Post a Comment