সতর্কতা
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৩০-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************
হে বিশ্বাসী, ধর্মে বাড়াবাড়ি করো না,
চল ন্যায়পথে, যে-ই বলুক বাধা না।
ইতিপূর্বে বহু জাতি ধ্বংস হয়েছে বারবার,
বাড়াবাড়ির ফলেই নেমে আসে বিপর্যয় অবার।
সত্যের পথে চলো, মিথ্যার বন্ধন ভাঙো,
ঐক্যের দীপ জ্বালো অন্তরে, শান্তির সাথি সাঙো।
ধর্মের নামে নয়, দাও কেবল ন্যায়পরিচয়,
অহিংসা ও সততায় মিলুক অন্তরের প্রকৃত জয়।
প্রার্থনায় রাখো হৃদয়, আনো আল্লাহর রহমত,
সুন্দর কাজে জীবন পাক আলোকিত করুণামৃত।
শত্রুর প্রতি করো দয়া, প্রতিশোধ নয় কখনো,
সততার দীপ জ্বালো, মিথ্যা আঁধার ত্যাগ করো।
সচেতন হোক চেতনা, অহংকার যাক মুছে দূরে,
সত্য ও ন্যায়পথে চলা হোক জীবনের স্মৃতিসূরে।
প্রেমে, দয়ায়, সততায় ভরে থাকুক অন্তর,
ধর্মের পথে চলা হোক আল্লাহর রহমে সুন্দর।
------------------------------------------------
No comments:
Post a Comment