Sunday, August 31, 2025

বিবেক রক্ষার চাবি

 বিবেক রক্ষার চাবি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
বিবেক দংশিত হয় এমন করো না হে মানব,
সৃষ্টির সেরা তুমি, মনে রেখো স্পন্দিত কলব।

আল্লাহর পথে চলো, সত্যের দীপ জ্বালো অন্তরে,
মিথ্যার আবরণ ছিন্ন করে দাও অন্ধকারের পলরে।

প্রার্থনা করো খুলে, দোয়া ভরে অন্তর শুদ্ধিতে,
ধর্মের পথে চলতে চাইলে থাকবে মুক্তি অদ্রপ্তিতে।

অন্যায়ের কাছে মাথা নত করো না কখনো,
ন্যায়ের পথে দাঁড়াও, যে তোমায় দেবে শান্তির ধোঁ।

দরিদ্রের হাতে দাও দয়া, আলোর প্রদীপ জ্বেলে,
সহমর্মিতা ছড়িয়ে দাও, শান্তি দাও হৃদয়ে সেঁলে।

শিরে রাখা নামাজ, সবার জন্য দিক নির্দেশক,
সত্যের পথে চলা, হৃদয়ের চিরন্তন প্রেক্ষক।

বিবেক রক্ষার চাবি, আল্লাহর স্মৃতিতে লুকানো,
অন্তরে রেখো ন্যায় ও দয়া বিধির বিধানে সাজানো।
-------------------------------------

No comments:

Post a Comment