স্বদেশ প্রেম
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রজন্ম স্বদেশ প্রতি রাখো অমল বিশ্বাস,
দায়িত্ব পালন দাও তুমি সততার আশ্বাস!
মাটি যেমন জননীসম, হৃদয়ে জাগাও প্রীতি,
ফুলের মতো সুবাস ছড়াক দেশের ন্যায়নীতি।
সংবিধানের প্রদীপ জ্বালো আঁকো জীবনধারা,
নদীর ধারা সম প্রবাহিত হোক সত্যের তারা।
সেবা করো সর্বদা তুমি হোক উদার হৃদয়,
প্রভাতকিরণ ভরে তুলুক অন্তর, আনুক জয়।
অপরাধের আঁধার ভাঙো আনো ন্যায়ের আলো,
অন্ধকারে বাতাস হয়ে দাও নৈতিক ভালো।
শৃঙ্খলা হোক দৃঢ়তর নৈতিক চেতনায়,
পাহাড়সম অটল থাকুক কল্যাণের ধারায়।
সতর্ক চিত্তে চলো সদা করো প্রভুর প্রার্থনা,
উর্বর হোক মাতৃভূমি, আনুক মুক্তির রথনা।
------------------------------------------------
No comments:
Post a Comment