আলোর ছায়া
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।তারিখঃ ৩১-০৮-২০২৫ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
*************************
হে প্রভু, দাও আশ্রয়, মানুষের অন্তরে অন্ধকারে,
অন্তর জ্বেলে আলো, আঁধার ভাঙুক নির্ঝরে।
হে প্রভু, দুষ্ট চক্রান্ত, ছায়ার মতো লুকিয়ে আসে,
শত্রুর সব ষড়যন্ত্র, বাতাসে মিলিয়ে দাও হরষে।
হে প্রভু, দাও মুক্তি, ভয়ঙ্কর চিন্তা ও সন্দেহে,
হৃদয় হোক শান্তি, করুণার দীপশিখা প্রবাহে।
হে প্রভু, দুষ্টতার আঁচল, অন্তর থেকে সরাও,
আলোর রঙ ছড়াক, দাও অন্তরে সুখের ছাও।
হে প্রভু, রক্ষা করো, মানুষের মনের খেলায়,
শয়তানের ছায়া ভাঙুক, সত্যের দীপে ঝলমলে আলায়।
হে প্রভু, দাও নির্ভয়া পথ, নরকের আঁধারে নয়,
আলোর ঢেউ ভাসাও, অন্তরের শান্তির উদয়।
------------------------------------------------
No comments:
Post a Comment